শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রেসলিং ‘ফ্যান’ প্রেসিডেন্ট ট্রাম্প

ক্রীড়া ডেস্ক

রেসলিং ‘ফ্যান’ প্রেসিডেন্ট ট্রাম্প

রেসলিং রিংয়ে রসিকতায় ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) —ইন্টারনেট

একজন পেশাদার রেসলার হিসেবে ভিনসেন্ট কেনেডি ম্যাকমেহনের বেশ নামডাক আছে। তিনি ডব্লিউডব্লিউই’র একজন সংগঠক ও পৃষ্ঠপোষকও। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ পুরনো বন্ধু ম্যাকমেহন। ১৯৯১ সালে প্রথমবারের মতো ডব্লিউবিএফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল আটলান্টিক সিটিতে অবস্থিত ট্রাম্পের তাজমহল প্লাজা। এরপর থেকেই রেসলিংয়ের সঙ্গে সখ্যতা বেড়ে যায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। রেসলম্যানিয়ার চতুর্থ ও পঞ্চম আসরের আয়োজক ছিলেন তিনি। তা ছাড়া এই টুর্নামেন্টের সপ্তম আর ২০তম আয়োজনেও তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সব দিক বিবেচনায় ২০১৩ সালে মেডিসন স্কয়ার গার্ডেনে অবস্থিত ডব্লিউডব্লিউই’র হল অব ফ্রেমে সেলিব্রেটি উইংয়ে মাইক টাইসন, পিট রোজ, বব উয়েকারদের পাশে স্থান পান ডোনাল্ড ট্রাম্প। তখনো তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়নি। তবে ট্রাম্পকে এই বিশেষ সম্মান দিয়েছিলেন তার দীর্ঘদিনের বন্ধু ম্যাকমেহন। রেসলিং রিংয়ে ম্যাকমেহনের মাথা টাক করার ছবিটা এখনো ইন্টারনেটে খুঁজলে সবার চোখে পড়বে। ট্রাম্প নিজ হাতে বন্ধুর চুল বিসর্জন দিয়েছিলেন রিংয়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে রেসলিংয়ের ভক্ত। ‘দি ব্যাটল অব দি বিলিয়নিয়ার্স’ লড়াইয়ে অংশ নিয়েছিলেন তিনি। সেই থেকে তার নাম গভীরভাবে জড়িয়ে গেছে এই খেলাটির সঙ্গে। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরই ডব্লিউডব্লিউই’র মূল্য বেড়ে গেছে স্টক মার্কেটে। অথচ গত অক্টোবরেই ডব্লিউডব্লিউই’র মূল্য ১৭ শতাংশ কমে গিয়েছিল স্টক মার্কেটে। এটা এখন বেড়ে গেছে ৫ শতাংশ। ম্যাকমেহনরা এবার বাড়তি সুবিধা পেতেই পারেন রেসলিং রিংয়ে! বহুদিন ধরেই রিপাবলিকান দলের একজন অন্যতম ডোনার ডব্লিউডব্লিউই’র চেয়ারম্যান ম্যাকমেহন। এবার তো মার্কিন প্রেসিডেন্ট তার ঘনিষ্ঠ বন্ধু। রেসলিংয়ের এক উজ্জ্বল ভবিষ্যৎই দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা।

সর্বশেষ খবর