শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভালোই জবাব দিচ্ছে ভারত

ক্রীড়া ডেস্ক

ভালোই জবাব দিচ্ছে ভারত

সেঞ্চুরি পর মুরালি বিজয়

রাজকোট টেস্টে সেঞ্চুরির ছড়াছড়ি। প্রথম ইনিংসে ইংল্যান্ডের রুট, মঈন আলী ও স্টোকসের সেঞ্চুরিতে সফরকারীরা ৫৩৭ রান সংগ্রহ করে। জবাবটা ভালোই দিচ্ছেন ভারতের ব্যাটসম্যানরা। গতকাল তৃতীয় দিন শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ৩১৯ রান তুলেছে। এর মধ্যে আবার সেঞ্চুরি করেছেন মুরালি বিজয় ও পূজারা। দলীয় ৬৮ রানের মাথায় গৌতম গম্ভীর ২৯ রান করে সাজঘরে ফেরত যান। এরপর বিজয় ও পূজারার দৃঢ়তাপূর্ণ ব্যাটিং স্বাগতিকদের ভালো অবস্থানে নিয়ে যায়। ২০৯ রানের জুটি গড়েন তারা। বিজয় ১২৬, পূজারা ১২৪ করে আউট হন।

ভারত এখনো ২১৮ রানে পিছিয়ে আছে। অধিনায়ক বিরাট কোহলি ২৬ রান করে ক্রিজে টিকে আছেন। আজ চতুর্থ দিনে ভারতের ব্যাটিং বিপর্যয় না ঘটলে এই টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা বেশি। স্টোকস ৩৯, রশিদ ৪৭, ব্রড ৫৪ ও আনসারি ৫৭ রানে একটি করে উইকেট পান। বাংলাদেশে টেস্ট সিরিজে কুকরা সুবিধাই করতে পারেননি। ভারতে ভালোই খেলছেন। স্বাগতিকরা আজ চেয়ে থাকবে তাদের বোলারদের দিকেই। দ্রুত উইকেট ফেলতে পারলে জয়ের সম্ভাবনা তৈরি হতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর