ড্রর পথে এগুচ্ছে রাজকোট টেস্ট। প্রথম টেস্ট ইংল্যান্ডের গড়া ৫৩৭ রানের জবাবে ভারত ৪৮৮ রানে অল আউট হয়ে যায়। আগের দিন বিজয় ও পুজারার সেঞ্চুরিতে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩১৯। হাতে ৬ উইকেট থাকার পরও এগিয়ে যেতে পারেনি কোহিলিরা। অধিনায়ক কোহলির দিকে দর্শকরা তাকিয়ে থাকলেও তিনি ৪০ রান করে সাজঘরে ফেরত যান। অশ্বিনের ৭০ রানের চতুর্থ দিনে ভারত ৪৮৮ রান তুলতে সক্ষম হয়। রশিদ ১১৪ রানে ৪ উইকেট পান। আনসারি ৭৭, মইন আলী ৮৫ রানে ২টি করে উইকেট পান। দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ড চমৎকার ব্যাট করছে। চতুর্থ দিন শেষে বিনা উইকেটে তারা ১১৪ রান সংগ্রহ করেছে। ১৬৩ রানে ভারত পিছিয়ে রয়েছে। হামিদ ৬২, কুক ৪৬ রানে ক্রিজে টিকে আছেন। শেষ দিনে নাটকীয় কিছু ঘটার সম্ভাবনা ক্ষীণ। ২৫০ বা ৩০০ রানে লিড নিয়ে সফরকারীরা ঝুঁকি নেবেও বলে মনে হয় না। অর্থাৎ টেস্টে ড্রর সম্ভাবনাই বেশি।