রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রংপুরের প্রথম হার

ক্রীড়া প্রতিবেদক

রংপুরের প্রথম হার

আগের দুই ম্যাচে দারুণ জয় পেয়েছিল রংপুর রাইডার্স। সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারল না উত্তরাঞ্চলের দলটি। গতকাল তারা ৭৮ রানের বিশাল ব্যবধানে হেরে যায় ঢাকা ডায়নামাইটসের কাছে। বিপিএলে এখন প্রতিটি দলই হার মেনেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে রংপুরের অধিনায়ক নাইম ঢাকাকে ব্যাট করতে পাঠান। কিন্তু ফায়দা লুটতে পারেননি। ঢাকার ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিংয়ে দিশাহারা হয়ে পড়েন তারা। নির্ধারিত ২০ ওভারে সাকিবের ঢাকা ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে। এবার বিপিএলে এটিই দলীয় সর্বোচ্চ রান। মোসাদ্দেক ৪৮ রানে অপরাজিত ছিলেন। নাসির ৩৮, সাঙ্গাকারা ২৯ রান করেন। শহিদ আফ্রিদি ২২ ও সোহাগ গাজী ৩১ রানে ২টি করে উইকেট নেন।

১৭১ রানের টার্গেটে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে তারা ৯২ রানে অলআউট হয়ে যায়। নবম উইকেট পতনের পর রংপুরের শেষ ব্যাটসম্যান ব্যাট করতে নামেননি। নাইম ইসলাম ২৬, ডওসন ১৬ ছাড়া বাকিরা কেউ সুবিধা করতে পারেননি। সাকিব ১৭, ব্রাভো ২১ রানে ২টি করে উইকেট পান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর