হংকং ও চীন তাইপে দুর্বল প্রতিপক্ষ হলেও বাংলাদেশ ঘাম ঝরানো জয় পেয়েছিল। দুই ম্যাচে জিমিরা জিতেছিলেন ৪-২ গোলে। গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছে বাংলাদেশ। গতকাল এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ কাপ) টুর্নামেন্টে বাংলাদেশ ১৩-০ গোলে ম্যাকাওকে পরাজিত করে।
হংকংয়ে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই জিমি-চয়নরা আক্রমণ শুরু করে। ২ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোলের সূচনা করেন আশরাফুল ইসলাম। ১০ ও ১১ একইভাবে দুই গোল দিয়ে হ্যাটট্রিক পূরণ করেন আশরাফুল। ১৯ মিনিটে ফিল্ড গোল করেন রোমান সরকার। ২৩ মিনিটে ব্যবধান বাড়ান সারোয়ার হোসেন। প্রথমার্ধে শেষ মুহূর্তে আরেক গোল আসে জুবায়ের স্টিক থেকে।
প্রথমার্ধে ৬ গোলে এগিয়ে যাওয়ার পরও গোলের ক্ষুধা মেটেনি জিমিদের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে উঠে। ৪০ ও ৫৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল আরও দুই গোল করেন। পুনরায় হ্যাটট্রিকের সম্ভাবনা জেগে উঠে তার। কিন্তু তা আর হয়নি। ৬১ মিনিটে সারোয়ারের আবারও গোল। এক মিনিট পর রোমানের গোল। ৬৩ মিনিটে ফের সারোয়ার। ৬৯ মিনিটে করেন খোরশেদ। গ্রুপসেরা হয়েই সেমিতে উঠে বাংলাদেশ।