মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফের রাজশাহীর কাছে রংপুরের হার

ক্রীড়া প্রতিবেদক

মোহাম্মদ মিথুনকে আউট করার পরও সামিত প্যাটেল রাজশাহী কিংসের ড্রেসিংরুমের দিকে দৌড় শুরু করে দেন। কিন্তু সতীর্থরা তাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে নাচতে শুরু করে দেন। সে কী সেলিব্রেশন! আসলে মিথুনই যে ছিলেন রাজশাহীর গলার কাঁটা। আর আগেই একে একে মোহাম্মদ শাহজাদ, সৌম্য সরকার, নাসির জামশেদ, লিয়াম দোশন ও শহীদ আফ্রিদিকে সাজঘরে পাঠিয়ে দিয়েছে রাজশাহী। মাত্র ৫০ রানে ৬ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রংপুর রাইডার্স। ১২৯ রানের ছোট্ট টার্গেটটাই তাদের জন্য হয়ে গিয়েছিল এভারেস্টসম। শেষ পর্যন্ত ৭৯ রানের বেশি তারা করতে পারেনি। ৪৯ রানে জিতে যায় রাজশাহী। টানা তৃতীয় ম্যাচে হেরে গেল রংপুর। কিংসের কাছেই পর পর দুই ম্যাচে হারল রাইডার্স। রংপুরের হয়ে সর্বোচ্চ ২০ রান করেছেন মিথুন। রাজশাহীর স্পিনার নাজমুল ইসলাম ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। গতকাল রংপুরের চেয়েও ব্যাটিংয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছিল রাজশাহী। মাত্র ৪৩ রানেই ৭ উইকেটের পতন। কিন্তু অষ্টম উইকেট জুটিতে মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজা মিলে ৬৪ বলে ৮৫ রানের অপরাজিত জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন। মিরাজ ৩৩ বলে খেলেন ৪১ রানের হার না মানা ইনিংস। তিনটি বাউন্ডারির সঙ্গে একটি বিশাল ছক্কা। ফরহাদ রেজা ৩২ বলে করেছেন অপরাজিত ৪৪ রান।

গতকাল রাজশাহী কিংসের সপ্তম উইকেটের পতন ঘটেছিল মাত্র ৪৩ রানে। দশম ওভারেই রাজশাহীর সেরা ব্যাটসম্যানদের সাজঘরে পাঠিয়ে যেন অনেকটা নির্ভার হয়ে গিয়েছিলেন রংপুরের বোলাররা। ফরহাদ রেজা ও মিরাজ যে এভাবে প্রতিরোধ গড়ে তুলবেন তা তাদের ধারণায়ও ছিল না। কিন্তু রংপুরের বোলারদের বোকা বানিয়ে রাজশাহীর দুই ব্যাটসম্যান রাজিমাত করেন। শেষ ওভারে রুবেল হোসেনকে লং অনের ওপর দিয়ে যেভাবে ছক্কা হাঁকালেন তা ছিল দেখার মতো। ওই ওভার থেকে আসে ১৬ রান। ফরহাদ রেজাও হাঁকিয়েছেন দুই ছক্কা। রাজশাহীর পুরো ইনিংস মিলে ছক্কা ছিল এই তিনটিই। বাউন্ডারিও বেশি নয়, মাত্র নয়টি। তার মধ্যে পাঁচটিই এসেছিল ফরহাদ-মিরাজের ব্যাট থেকে।

সর্বশেষ খবর