সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করায় দুই ম্যাচ নিষিদ্ধ হলেন রংপুর রাইডার্সের উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ। শুধু তাই নয়, নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও গুণতে হচ্ছে শাহজাদকে। শাস্তি পেয়েছেন রাজশাহী কিংসের সাব্বিরও। ‘অখেলোয়াড় সুলভ’ আচরণে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা দিতে হবে তাকে। অন্যদিকে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচ ফির ৩০ ভাগ জরিমানা করা হয়েছে লিয়াম ডসনকে। ম্যাচ শেষে আম্পায়ারদের রিপোর্ট ও টিভি ফুটেজ দেখে সিদ্ধান্ত নিয়েছে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ।
উল্লেখ্য, রংপুরের ইনিংসে চতুর্থ ওভারে পাকিস্তানি পেসার মোহাম্মদ সামির বলে সাজঘরে ফেরার পথে সাব্বিরকে ব্যাট দিয়ে আঘাত করেন শাহজাদ। এর আগে রাজশাহীর ইনিংসের দ্বিতীয় ওভারে আরও একবার সাব্বির ও শাহজাদ দ্বন্দ্বে জড়ান। জুনায়েদ সিদ্দিকী আউট হওয়ার পর পঞ্চম বলে ব্যাট করতে যান সাব্বির। রুবেল হোসেনের করা ফুলটস বলে ঠিকমতো ব্যাটে সংযোগ ঘটাতে না পারায় পেছন থেকে তাকে কিছু একটা বলছিলেন শাহজাদ। আর তাতেই ক্ষিপ্ত হয়ে উঠেন সাব্বির। উইকেট নিয়ে তর্কে জড়িয়ে পড়েন এ দুই ক্রিকেটার।