বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোনালদোর লক্ষ্য এবার ক্লাব বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক

রোনালদোর লক্ষ্য এবার ক্লাব বিশ্বকাপ

দিন কয়েক আগে লিওনেল মেসিকে হারিয়ে ক্যারিয়ারের চতুর্থ ব্যালন ডি’অর ট্রফি জিতলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার আরও একটি শিরোপা জিততে মাঠের লড়াইয়ে নামছেন তিনি। জাপানে অনুষ্ঠিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। আজ সেমিফাইনালের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে মেক্সিকোর ক্লাব অ্যামেরিকা। এই ম্যাচ জিতলেই দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপ জয়ের জন্য ফাইনাল খেলার সুযোগ পাবেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। এর আগে ২০১৪ সালে ক্লাব বিশ্বকাপ জিতেছিল রিয়াল মাদ্রিদ। সেবার তারা আর্জেন্টাইন ক্লাব স্যান লরেঞ্জোকে হারিয়েছিল ২-০ গোলে। গোল করেছিলেন গেরেথ বেলে ও রামোস। অবশ্য এবার রিয়ালভক্তদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। ম্যাজিকম্যান সার্জিও রামোস আজ মাঠে নামতে পারছেন না। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করতে পারেননি এ স্প্যানিশ তারকা। কোচ জিদান অধিনায়ককে নিয়ে কোনো বাজি ধরতে রাজি নন। তবে সেমিফাইনালে না খেললেও রিয়াল মাদ্রিদ ফাইনাল নিশ্চিত করলে সেখানে থাকতে পারেন রামোস।

সর্বশেষ খবর