বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
বাংলাদেশ ক্রীড়া সমিতির নতুন কমিটি

তান্না সভাপতি, প্যাটেল সাধারণ সম্পাদক

ক্রীড়া প্রতিবেদক

তান্না সভাপতি, প্যাটেল সাধারণ সম্পাদক

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয়। ভারতের বিভিন্ন জায়গায় এই দল প্রদর্শনী ম্যাচে অংশ নিয়ে মুক্তিযুদ্ধের ফান্ড সংগ্রহ করে। স্বাধীন বাংলা দল গঠনের পেছনে বড় অবদান ছিল তানভীর মাজহার ইসলাম তান্না ও সাইদুর রহমান প্যাটেল। মুক্তিযোদ্ধা ফুটবলারদের একত্রে করতে বাংলাদেশ ক্রীড়া সমিতির কমিটি পুনঃগঠিত করা হয়েছে। তানভীর মাজহার ইসলাম তান্না সভাপতি ও সাইদুর রহমান প্যাটেলকে সাধারণ সম্পাদক করে মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা ফুটবলার ও সংগঠক নিয়ে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির সহ-সভাপতি কাজী সালাউদ্দিন, একে এম নওশেরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক অমলেশ সেন, কোষাধ্যক্ষ এ এফ এম বদিউজ্জামান খসরু, সাংগঠনিক সম্পাদক শেখ আশরাফ আলী, দফতর সম্পাদক হয়েছেন আবদুস সাত্তার মিয়া। সদস্য জাকারিয়া পিন্টু, এস এম আইনুল হক, প্রতাপ শংকর হাজরা, শাহাজাহান আলম, এনায়েতুর রহমান খান, মো. লুত্ফর রহমান, মো. তাসনিম উদ্দিন শেখ, শেখ আবদুল হাকিম, মোহাম্মদ কায়কোবাদ, বিমল কর, ফজলে সালাইন খোকন, সুভাষ সাহা, আবদুল মোমেন জোয়ার্দার, আমিনুল ইসলাম সরুজ, মো. মুজিবুর রহমান, নিহার রঞ্জন দাস, অনিরুদ্ধ চট্টোপাধ্যায়, গোবিন্দ কুন্ড, সঞ্জিত কুমার দে, বীরেন দাস বীরু, মো. আবদুল খালেক, মো. মোজ্জামেল হক, কানাই লাল শর্মা, মইন সিনহা ও আবুল কাশেম খান। 

সর্বশেষ খবর