রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

একসঙ্গে খেলানো হবে না বোল্ট ও সাউদিকে

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের দুই সেরা পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। কিউই কোচ মাইক হেসন জানিয়ে দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে দুই পেসারকে এক সঙ্গে ব্যবহার করবেন না। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের পরই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ। তাই টাইগারদের বিরুদ্ধে দুই পেসারকে বিশ্রাম দিয়ে খেলানোর চিন্তা করছেন নিউজল্যান্ডের কোচ। প্রতিটি ম্যাচেই এক পেসারকে খেলাবেন আরেক পেসারকে বিশ্রামে রাখবেন। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ। তবে দুই ওয়ানডেতে বোল্টকে বিশ্রামে রাখার চিন্তা করছেন হেসন। প্রথম দুই ম্যাচ খেলার পর শেষ ম্যাচে বিশ্রামে থাকবেন সাউদি। টি-২০ সিরিজে খেলবেন বোল্ট, বিশ্রামে থাকবেন সাউদি। মাইক হেসন বলেন, ‘তারা দুজন আমাদের প্রধান বোলার। তাই তাদের মধ্যে ভারসাম্য রাখতেই তিন ফরম্যাটে মাঝে মধ্যে বিশ্রাম দেওয়া হয়েছে।’ বোল্ট হচ্ছে নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার। আগের সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচে ছয় উইকেট নিয়েছেন। সাউদিও এখন দারুণ বোলিং করছেন। এই দুজনই কিউইদের প্রধান অস্ত্র। বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য এটা সুখবরই বলা যায়। কেননা ঘরের মাঠে দুই পেসারই ভয়ঙ্কর। দুজন এক ম্যাচে খেললে ব্যাটসম্যানদের কাজটা আরও কঠিন হয়ে যেত।

সর্বশেষ খবর