মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইনজুরিতে মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

ইনজুরিতে মুশফিক

হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় মাঠে শুয়ে পড়লেন মুশফিক —এএফপি

খুব ভালো ব্যাটিং করছিলেন। কিউই পেসার ফারগুসন, নিশাম, সাউদিদের বেশ সাবলীল খেলছিলেন। উইকেটের বাউন্স কিংবা মুভমেন্ট কোনো জড়তায় ফেলছিল না মুশফিকুর রহিমকে। ওভার প্রতি প্রায় ৭ রান তাড়া করতে নেমে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করছিলেন টাইগার টেস্ট অধিনায়ক। গতকাল ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে যখন ব্যাট করছিলেন মুশফিক, তখন মনে হচ্ছিল জয়ের জন্যই খেলছে বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হ্যামস্ট্রিংয়ের টানে হঠাত্ করে মাঠের বাইরে চলে আসতে হয় মুশফিককে। স্কোর বোর্ডে তখন রান ৩৮.৩ ওভারে ৬ উইকেটে ২১৯ এবং মুশফিকের ৪২। মুশফিকের ফিরে আসায় বেশ বড় ধাক্কা খায় টাইগাররা। যদিও শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত ৪৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন। সেটা ব্যবধান এড়ালেও হার এড়াতে পারেনি। ক্যারিয়ারে এই প্রথম ইনজ্যুরিতে পড়ে মাঠ ছেড়েছেন মুশফিক। 

হ্যামস্ট্রিংয়ের টানে আগামী দুদিন বিশ্রামে থাকতে হবে মুশফিককে। এরপর স্ক্যান করা হবে। তখন পরিস্কার বুঝা যাবে নেলসনে পরের দুটি ওয়ানডে খেলতে পারবেন কি না মুশফিক। ম্যাচ পরবর্তী সংবাদ সন্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বলেন, ‘বাঁ হ্যামস্ট্রিংয়ে লেগেছে মুশফিকের। বরফ দেওয়া হচ্ছে। পর্যবেক্ষণে রয়েছেন তিনি। দুদিন পর তার পায়ের স্ক্যান করা হবে, তখন ুবঝা যাবে তার কি অবস্থা।’ ৩৮ নম্বর ওভারে দ্রুত সিঙ্গেল নিতে যেয়ে টান পড়ে মুশফিকের পায়ে। পরের বলে আবার রান নিতে গিয়ে ফের পড়ে যান। এরপর আর ব্যাট করতে পারেননি। বাংলাদেশের পরের দুটি ওয়ানডে ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনের স্যাকসন ওভালে। দুদিন পর বুঝা যাবে, মুশফিক খেলতে পারবেন কি না?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর