মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুরন্ত জয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

দুরন্ত জয়ে ফাইনালে বাংলাদেশ

মালদ্বীপকে হারিয়ে উল্লসিত বাংলাদেশ ভলিবল দল —বাংলাদেশ প্রতিদিন

ফাইনাল খেলার জন্য একটা জয় প্রয়োজন ছিল বাংলাদেশের। কাঙ্ক্ষিত সেই জয় মালদ্বীপের বিপক্ষে পেয়ে গেল বাংলাদেশ। বঙ্গবন্ধু সিনিয়র মেন’স এশিয়ান সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবলে গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ৩-০ সেটে মালদ্বীপকে হারায়। কিরগিজস্তানের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর হেরে যাওয়ায় যে শঙ্কা দেখা দিয়েছিল, তা দূর হয়ে গেল। আজ বিকাল তিনটায় শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ লড়বে কিরগিজস্তানের বিপক্ষে।

প্রতিশোধ নেওয়ার একটা দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। তবে কঠিন লড়াই করতে হবে বাংলাদেশকে। অবশ্য গতকালের জয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্বাগতিকরা। হার না মানা মনোভাব নিয়েই তারা মালদ্বীপের মুখোমুখি হয়েছিল। পুরো টুর্নামেন্টে কোনো ম্যাচে একটি সেটও ৩০ পয়েন্টে যায়নি। তবে গতকাল বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচে প্রথম সেট শেষ হয় ৩০-২৮ ব্যবধানে। ম্যাচে ২২ পয়েন্টের পর থেকেই দুই দলের লড়াই ছিল উপভোগ করার মতো। ২৩-২৩, ২৪-২৪, ২৫-২৫, ২৬-২৬, ২৭-২৭ এরপর ২৮-২৮ পয়েন্টের সমতায় ছিল দুই দল। শেষ দিকে বাংলাদেশ ২ পয়েন্ট তুলে জিতে নেয় সেটটি। দ্বিতীয় সেটে বাংলাদেশ জিতে যায় ২৫-১৬ পয়েন্টে আর তৃতীয় সেট জয় করে ২৮-২৬ পয়েন্টে। ৪ ম্যাচে তিন জয়ে ১০ পয়েন্ট নিয়ে ফাইনালে গেল বাংলাদেশ। রবিবার বাংলাদেশ ৩-২ সেটে হেরেছিল কিরগিজস্তানের বিপক্ষে। ফাইনালে সেই কিরগিজস্তানকেই পুনরায় মোকাবিলা করতে হচ্ছে সাঈদ আল জাবেরের দলকে। অপরদিকে ৪ ম্যাচের সবকটিতে জিতে সর্বোচ্চ ১২ পয়েন্ট পেয়েছে কিরগিজস্তান।

সর্বশেষ খবর