মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মেলবোর্নে চাপে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

মেলবোর্ন টেস্টের প্রথম দিনেই বৃষ্টি বাধা। খেলা হয়েছে ৫০.৫ ওভার। তবে খুব বেশি সুবিধা করতে পারেনি পাকিস্তান। সফরকারীরা প্রথম দিনই চাপে পড়েছে। দিন শেষে তাদের স্কোর ৪ উইকেটে ১৪২ রান। একে একে সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের চার ব্যাটসম্যান— সামি আসলাম, বাবর আজম, ইউনিস খান ও অধিনায়ক মিসবাহ্-উল-হক। তবে লড়াই করে যাচ্ছেন আজহার আলী। ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করছেন। ধৈর্য্যের পরীক্ষা দিচ্ছেন এই পাক ব্যাটসম্যান। ১৩৮ বল থেকে করেছেন ৬৬ রান। ইনিংসে কোনো ছক্কা তো নেই-ই বাউন্ডারিও মাত্র ৪টি।

কাল শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। দলীয় ১৮ রানের মাথায় সামি আসলামকে বিদায় করে দেন স্পিনার নাথান লিয়ন। তারপর বাবর আজমের সঙ্গে ৪২ রানের জুটি গড়ে আজহার। তৃতীয় উইকেটে ইউনিস খানের সঙ্গে আজহারের জুটিটা বেশ জমে উঠেছিল। কিন্তু জুটিতে ৫১ রান ওঠার পরই বিদায় নিতে হয় খানকে। অধিনায়ক মিসবাহ্ উইকেটে গিয়েই অসি বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলেন। রানের খাতা খোলেন ছক্কা দিয়ে। মিড অন দিয়ে লিয়নের বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়ে অন্যরকম কিছু করে দেখানোর ইঙ্গিত দিচ্ছিলেন। তারপর একটি বাউন্ডারিও হাঁকান। কিন্তু উইকেটে থিতু হয়ে পারেননি বেশিক্ষণ। ব্যক্তিগত ১২ রানের মাথায় আউট হয়ে ফিরতে হয়েছে। অধিনায়ক আউট হওয়ায় বড় বিপদে পড়ে যায় পাকিস্তান। তবে গতকাল আর কোনো উইকেট হারাতে হয়নি পাকিস্তানকে। আসাদ শফিকের সঙ্গে আজহারের অপরাজিত ১৭ রানের জুটি।

সর্বশেষ খবর