বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অস্ট্রেলিয়া বর্ষসেরা টি-২০ দলে কাটার মাস্টার

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট অস্ট্রেলিয়ার টি-২০ দলে সুযোগ পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএলে মুস্তাফিজের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন সানরাইজার্জ হায়দরাবাদের অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সানরাইজার্সেরই আরেক অস্ট্রেলীয় ক্রিকেটার ময়েজেস হেনরিকেস তাকে বলেছিলেন ‘লিটল জিনিয়াস’। ওয়ার্নার বা হেনরিকেসের প্রশংসার জন্য নয়, ২০১৬ সালে মুস্তাফিজের পরিসংখ্যান দেখেই বর্ষসেরা টি-২০ দলে বাংলাদেশের কাটার মাস্টারকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ‘ক্রিকেট ডটকম ডট এইউ’।

মূলত টি-২০ বিশ্বকাপ ও আইপিএলের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই মুস্তাফিজকে এই দলে রাখা হয়েছে। ২০১৬ সালে টি-২০ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ১৬টি। আইপিএলে ১৬ ম্যাচে তিনি পেয়েছেন ১৭ উইকেট। প্রথমবারের মতো এই টি-২০ প্রতিযোগিতা খেলেই সেরা উদীয়মান তারকার পুরস্কার পান তিনি। বছর শেষে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও বছরের সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে মুস্তাফিজের নাম।

সর্বশেষ খবর