শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাবিনা ম্যাজিকে সাফে সেমিতে বাংলাদেশ

বাংলাদেশ ৬ : ০ আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক

সাবিনা ম্যাজিকে সাফে সেমিতে বাংলাদেশ

ঢাকা ছাড়ার আগে অধিনায়ক সাবিনা খাতুন জোর গলায় বলেছিলেন, ‘গ্রুপে শক্তিশালী প্রতিপক্ষ, তার পরও আমরা সেমিতে খেলব।’ কথা রেখেছেন। তার ম্যাজিকেই সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে আফগানিস্তানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আর এ জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে।

একতরফা ম্যাচে আফগানরা পাত্তাই পাননি। সাবিনা দাপটে তাদের রক্ষণভাগ ভেঙে চুরমার হয়ে যায়। অথচ এই আফগানকে হারানো যাবে কিনা, তা নিয়ে সংশয় ছিল। শিলিগুড়িতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকে বাংলাদেশ ছিল আক্রমণমুখী। ৬ মিনিটেই সাবিনার গোলে এগিয়ে যায়। এর পরই গোলের নেশা পেয়ে বসে তাকে। ১৫ ও ৪০ মিনিটে আরও ২ গোল দিয়ে টুর্নামেন্টে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক পূরণ করে ফেলেন সাবিনা। ফুটবল ১১ জনের খেলা। তবে কাল মনে হচ্ছিল আফগানিস্তান এক সাবিনার সঙ্গে লড়ছে। কোনো বাধাই তাকে আটকাতে পারেনি। নিজে খেলেছেন, সতীর্থদেরও খেলিয়েছেন। ৪৪ মিনিটে আবারও সাবিনার গোল। প্রথমার্ধেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। দ্বিতীয়ার্ধে কিছুটা রিলাক্স মুডে খেলে বাংলাদেশ। তবু সুবিধা করতে পারেনি আফগানিস্তান। গোল করা দূরের কথা বাংলাদেশের ডি বক্সে বল নিয়েও ঢুকতে পারেননি আফগান খেলোয়াড়রা। ৪৮ মিনিটে সাবিনা মধ্যম গোলটি করেন। বাকি সময়টা বাংলাদেশ কোনো আক্রমণই চালায়নি। মনে হচ্ছিল অনুশীলন করছে। তার পরও গোল অর্ধ ডজনের পূরণ করে। ৮২ মিনিটে শেষ গোলটি করেন স্বপ্না। প্রচণ্ড শীতে বাংলাদেশের পারফরম্যান্স ছিল মনোমুগ্ধকর। পুরুষরা যেখানে সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, মেয়েরা সেখানে শিরোপার স্বপ্ন দেখছেন। আগামীকাল ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ড্র করলেই গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন। কেননা ভারত ৫-১ ব্যবধানে আফগানিস্তানকে হারায়। তবে ড্র নয়, ম্যাচ শেষে সাবিনা বলেছেন, ‘আমরা ভারতের বিপক্ষে জেতার সামর্থ্য রাখি। মাঠেই তার প্রমাণ দেব।’ সাবিনা এই ম্যাচে হ্যাটট্রিক করে প্রমাণ করলেন মহিলায় তিনি তারকা ফুটবলার। দেশের নামকরা পুরুষ ফুটবলাররা যেখানে গোল খরায় ভুগছেন, সাবিনা সেখানে একের পর এক গোল করে দর্শকদের বাহ্বা পাচ্ছেন। তার যোগ্য নেতৃত্বে সাফে বাংলাদেশ বিজয়ের পতাকা ওড়াবে— দেশবাসীর প্রত্যাশা তাই।

সর্বশেষ খবর