বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অশ্রু ঝরাচ্ছে খুদে লরি

ক্রীড়া ডেস্ক

অশ্রু ঝরাচ্ছে খুদে লরি

পাঁচ বছরের বালক ব্র্যাডলি লরি। ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলেছে। চিকিৎসকরা বলেছেন, এক মাসের মতো সময় আছে তার হাতে। ছোট্ট শিশুটি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব সান্ডারল্যান্ডের ভক্ত। দলটির বেশিরভাগ ম্যাচেই তার উপস্থিতি চোখে পড়ে এখন। সবাই মিলে ছোট্ট শিশুটিকে হাসিখুশি রাখতেই ব্যস্ত। বিবিসি তো তাকে খুশি করার জন্য দারুণ এক ঘোষণাই দিয়ে বসেছে। ডিসেম্বর মাসের সেরা গোলদাতা করে দিয়েছে ছোট্ট ব্র্যাডলি লরিকে। লরি মাঠে গিয়েছিল গত মাসে চেলসি-সান্ডারল্যান্ড ম্যাচ দেখতে। বিরতির সময় মাঠে নেমে পেনাল্টি থেকে একটি গোল করে সে। চেলসির রিজার্ভ গোলকিপার আসমির বেগোভিচ ইচ্ছা করেই গোল খেয়ে লরিকে আনন্দ দিয়েছিলেন। এ গোলটিই যৌথভাবে বিবিসির মাস সেরা গোলের পুরস্কার জেতে। অবশ্য তার সঙ্গে যৌথভাবে সেরা গোলদাতা হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিক মেখিতারিয়ানও। এ পুরস্কার জয়ের পর আড়াই লাখ ক্রিসমাস কার্ড পেয়েছে ব্র্যাডলি লরি। সবাই তার শুভ কামনা করছে। গত বছর তার চিকিৎসার জন্য ৭ লাখ পাউন্ডেরও বেশি অনুদান জমা হয়েছিল যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসার জন্য। এর মধ্যে ইংলিশ ক্লাব এভারটনই দিয়েছিল ২ লাখ পাউন্ড। কিন্তু প্রাণঘাতি ক্যান্সার তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। সবাই আশা ছেড়ে দিয়েছে। তবে ব্র্যাডলি লরিকে হাসিখুশি রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে সবাই। আড়ালে-আবডালে চোখের পানি মুছলেও সবাই হাসছে আর খেলছে লরির সঙ্গে। তাকে সুখী করার জন্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর