শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাবাদা জেতালেন দক্ষিণ আফ্রিকাকে

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে অভিষেক ওয়ানডেতেই গতির ঝড় তুলেছিলেন। মিরপুরের ওই ওয়ানডেতে টাইগারদের সব প্রতিরোধ ছিন্ন বিচ্ছিন্ন করে উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছিলেন কাগিসো রাবাদা। কিছুদিন আগে পাকিস্তানের লিজেন্ডারি বাঁ হাতি পেসার ওয়াসিম আকরামও ভুয়সী প্রশংসা করেন রাবাদার। সেই রাবাদা একাই এবার বিধ্বস্ত করে ছাড়েন সফরকারী শ্রীলঙ্কাকে। কেপটাউনে তার গতি, সুই ও বাউন্সের কাছে অসহায় হয়ে শ্রীলঙ্কা টেস্ট হেরেছে ২৮২ রানে। ১৩ টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ বা ততোধিক এবং দুইবার টেস্টে ১০ বা ততোধিক উইকেট নেন।  ডিন এলগারের ১২৯ ও কুইন্টন ডি ককের ১০১ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ডে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৯২। সংখ্যার বিচারে খুব বড় স্কোর নয়। তারপরও এই স্কোর নিয়েই ম্যাচে চালকের আসনে বসে পড়ে প্রথম ইনিংসে সফরকারীদের ১১০ রানে গুঁড়িয়ে দিয়ে। রাবাদা ৪ উইকেট নেন ৩৭ রানে। ২৮২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। টার্গেট দেয় ৫০৭ রানের পর্বতসমান স্কোর। সেই স্কোরের বিপক্ষে খেলতে নেমে গতকাল চতুর্থ দিনে ২২ ওভার ব্যাট করে শ্রীলঙ্কা। তাতে হারায় ৬ উইকেট। সব মিলিয়ে রাবাদার গতির সামনে অসহায় হয়ে ২২৪ রানে গুটিয়ে যায় দ্বিতীয় ইনিংসে। রাবাদা ৬ উইকেট নেন ৫৫ রানে। ম্যাচসেরা রাবাদার বোলিং ৯২ রানে ১০ উইকেট। রাবাদাকে সহায়তা করেন ভারনন ফিল্যান্ডার দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে। প্রথম ইনিংসে ২৭ রানে ৪ উইকেট নেওয়া ফিল্যান্ডার দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন ৪৮ রানে। ১২-১৬ জানুয়ারি জোহান্সবার্গে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

সর্বশেষ খবর