শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হারে বছর শুরু বার্সার

ক্রীড়া ডেস্ক

হারে বছর শুরু বার্সার

গোলের পর মেসিকে ঘিরে এভাবে উচ্ছ্বাসে মাতলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বার্সেলোনা —এএফপি

টানা তৃতীয়বারের মতো ব্যর্থতায় বছর শুরু হলো লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার। গত বৃহস্পতিবার কোপা দেল রে কাপের শেষ ষোলোর লড়াইয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে কাতালানরা। গত বছর এসপানিওলের সঙ্গে গোলশূন্য ড্রয়ে বছর শুরু করেছিল বার্সেলোনা। এর আগের বছর সুসিদাদের মাঠে ১-০ গোলে হেরে বছর শুরু হয়েছিল লুইস এনরিকের শিষ্যদের। তবে হার দিয়ে বছর শুরু করলেও কোনো বছরই কাতালানরা ব্যর্থতায় শেষ করেনি। লুইস এনরিকে নিজের প্রথম বছরে বার্সেলোনাকে অনেক কিছুই উপহার দিয়েছিলেন। গত বছরও লা লিগা আর কোপা দেল রে কাপ জিতিয়েছেন। এবারও কি পারবেন তিনি!

গত বৃহস্পতিবার রাতে ম্যাচের প্রথমার্ধেই আদুরিজ ও উইলিয়ামসের গোলে এগিয়ে যায় বাস্ক এলাকার ক্লাব অ্যাথলেটিক বিলবাও। আদুরিজ ২৫তম মিনিটে এগিয়ে দেন স্বাগতিকদের। ২৮তম মিনিটে উইলিয়ামসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাস্করা। তবে দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন লিওনেল মেসি। ৫২তম মিনিটে ফ্রি কিকে দারুণ এক গোল করেন বার্সেলোনার আর্জেন্টাইন এ জাদুকর। পরাজিত হলেও প্রতিপক্ষের মাঠে গোল পাওয়ায় সুবিধাজনক স্থানেই আছে বার্সেলোনা। দ্বিতীয় লেগে ১-০ ব্যবধানে জিতলেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবেন মেসিরা।

পরাজয়ের মধ্য দিয়ে বছর শুরু হলেও বার্সেলোনা কোচ লুইস এনরিকে শিষ্যদের খেলায় খুশি। তার মতে, দ্বিতীয়ার্ধে বার্সেলোনা অসাধারণ ফুটবল খেলেছে। তিনি বলেন, ‘প্রথমার্ধে আমাদের খেলায় অনেক ভুল ছিল। প্রতিপক্ষ দুই গোলে এগিয়ে যাওয়ায় আর আমাদের বেশ কজন ফুটবলার হলুদ কার্ড দেখায় পরিস্থিতি খারাপ হয়ে যায়।’ বার্সা তারকারা রেফারির সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন। তবে দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে কোচ দারুণ সন্তুষ্ট। প্রথম লেগে পরাজয়ের পরও কোয়ার্টার ফাইনাল খেলার আশা করেন এনরিকে। তিনি বলেন, ‘কাজটা কঠিন হবে। তবে আমাদের কোনো গোল খাওয়া যাবে না।’ ন্যু-ক্যাম্পে সমর্থকদের পাশে নিয়েই প্রতিপক্ষকে পরাজিত করার আশা করেন তিনি। বার্সেলোনা ১২ জানুয়ারি অ্যাথলেটিকের বিপক্ষে দ্বিতীয় লেগ খেলবে। লা লিগায় বার্সেলোনা মাঠে  নামছে আগামীকাল। বছরের প্রথম ম্যাচে কাতালানরা ভিয়ারিয়ালের মুখোমুখি হবে। প্রতিপক্ষ রিয়াল  মাদ্রিদের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে থেকেই বছর শুরু করছে বার্সেলোনা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর