মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আরও পিছিয়ে পড়ল বার্সা

ক্রীড়া ডেস্ক

আরও পিছিয়ে পড়ল বার্সা

মেসির গোলে সমতায় ফিরল বার্সা। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কাতালানরা —এএফপি

স্প্যানিশ লা লিগার শিরোপা থেকে আরও দূরে চলে গেল বার্সেলোনা। একদিকে টানা জয়ে শিরোপার পথে ছুটে চলেছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ, অন্যদিকে একের পর এক ব্যর্থতায় পিছিয়ে পড়ছে বার্সেলোনা। গত রবিবার লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লুইস এনরিকের শিষ্যরা। এ ড্রয়ে পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে গেল কাতালানরা। ১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সেভিয়া উঠে এসেছে দুই নম্বরে। গত রবিবার সেভিয়া ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল সুসিদাদকে।

তিন দিন আগে পরাজয়ের মাধ্যমে বছর শুরু করা বার্সেলোনা আবারও ব্যর্থ হলো। লা লিগায় পয়েন্ট হারাল কাতালানরা। অবশ্য ম্যাচের ৫০তম মিনিটে স্যানসোনের গোলে এগিয়ে যাওয়া ভিয়ারিয়ালের কাছে পরাজিতই হতো বার্সেলোনা। ম্যাচের শেষ মুহূর্তে লিওনেল মেসির দারুণ এক গোলে পরাজয় এড়িয়ে বাড়ি ফিরে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। লিওনেল মেসি ৯০তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান। এ ছাড়া পুরো ম্যাচে দারুণ কয়েকটা সুযোগ হাতছাড়া করেছে বার্সেলোনা। তা ছাড়া বার্সেলোনার ভাগ্যও সহায় ছিল না। রেফারির বিতর্কিত সিদ্ধান্তও কম দায়ী নয়। দুবার নিশ্চিত পেনাল্টি পেতে পারত লুইস এনরিকের দল। বার্সেলোনা পিছিয়ে পড়লেও লিওনেল মেসি ছুটে চলেছেন। চলতি মৌসুমে ১৩ গোল করে তিনিই এখন লা লিগার সর্বোচ্চ গোলদাতা। ১২ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লুইস সুয়ারেজ। ১১টি করে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও সেল্টা ভিগোর ইয়াগো। এ পরাজয়ের পরও অবশ্য বার্সেলোনা লা লিগার শিরোপা জয়ের ব্যাপারে হতাশ হচ্ছে না। লুইস সুয়ারেজ তো দৃঢ়তার সঙ্গে বলেই দিয়েছেন, ‘আমরা বার্সেলোনা। এটা আমরা জানি। কোনো শিরোপার লড়াই থেকেই আমরা হাল ছাড়ছি না।’ শেষ পর্যন্ত লড়াই করার প্রত্যয় পুরো দলেরই। কোচ এনরিকে অবশ্য বলছেন, ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল। কিন্তু ফুটবল সব সময় ন্যায্য ফলটা দেয় না।’ ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটা কঠিন হবে জানতেন কোচও। এ কারণেই শিষ্যদের কোনো দিক দিয়েই সমালোচনা করছেন না এনরিকে। বরং লিগের বাকি পথটা দারুণভাবে পাড়ি দিতে চান তিনি। এখনো ২১টা ম্যাচ বাকি লা লিগায়। এর মধ্যে অনেক কিছুই ঘটতে পারে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর