মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভাঙা হচ্ছে পুরনো ক্রীড়া পরিষদ ভবন

ক্রীড়া প্রতিবেদক

ভাঙা হচ্ছে পুরনো ক্রীড়া পরিষদ ভবন

ক্রীড়া উন্নয়নের কথা চিন্তা করে ২০তলা জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার তৈরি হয়। ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই বহুতল ভবন উদ্বোধন করেন। ক্রীড়া পরিষদের ঘোষণা ছিল নতুন ভবনে ক্রীড়াবিদদের আধুনিক আবাসনের ব্যবস্থা থাকবে। ভাড়াতে যে অর্থ আসবে তা ব্যয় হবে খেলাধুলার উন্নয়নে। বাস্তবে এই ঘোষণা ঘোষণাই থেকে যায়। কেননা আবাসনের বদলে টাওয়ার মূলত পরিণত হয়েছে বাণিজ্যিক ভবনে। ভাড়ার অর্থ কোথায় ব্যয় হয় তা অজানা থেকে গেছে।

এবার আরেকটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রায় ৫০ বছরের পুরনো বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদ ভবন ভেঙে নতুন টাওয়ার নির্মাণের চিন্তা ভাবনা চলছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস জানান, ‘হ্যাঁ নতুন বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি। ভবন নির্মাণে দরকার ফান্ড। সরকারের কাছে আমরা প্রকল্পই জমা দিতে পারেনি। আমরা বেশ কিছু কনসালটেন্ট ফার্মের সঙ্গে আলোচনা করছি। নকশা বা অন্যান্য কাজ পছন্দ হলে তারপর বাজেট তৈরি হবে। পরে পুরো প্রকল্পটি সরকারের কাছে তুলে ধরা হবে। অশোক জানান চলতি বছরেই নতুন ভবনের কাজ শুরু করতে পারব আশা রাখি। নতুন ভবনের নাম হবে এনএসসি টাওয়ার টু। এখানে বিভিন্ন ইনডোর খেলার ভেন্যু থাকবে। ক্রীড়াবিদদের আধুনিক আবাসিক ক্যাম্পের ব্যবস্থা করে নতুন টাওয়ার নির্মাণ হবে। ভবনটি ২০তলা হবে। এটা বাণিজ্যিক কাজে ব্যবহার হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। শুধু ক্রীড়া পরিষদ পুরনো ভবন নয়, ভেঙে ফেলা হতে পারে টাওয়ারে অবস্থিত প্রাচীনতম সুইমিংপুলটি। অশোক জানান বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা চাচ্ছি এখানেও বহুতল ভবন নির্মাণের। যে ভবনে আধুনিক সুইমিংপুলও থাকবে। এছাড়া ক্রীড়া উন্নয়নে ক্রীড়া পরিষদ বিভিন্ন জেলায় অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ খবর