বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ম্যানচেস্টারে যাচ্ছেন মেসি!

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির জন্য বিশাল বাজেট নিয়ে অপেক্ষায় আছে ম্যানচেস্টার সিটি। এরই মধ্যে ১০০ মিলিয়ন পাউন্ডের উন্মুক্ত প্রস্তাব দিয়ে রেখেছে তারা। লিওনেল মেসি এই প্রস্তাব বিবেচনা করছেন বলে খবর বেরিয়েছে ইংলিশ মিডিয়ায়। এদিকে স্প্যানিশ মিডিয়া মেসির সতীর্থদের বক্তব্য দিয়ে সংবাদ ছাপছে, বার্সেলোনা চাইলে মেসি থাকবেন এখানেই। এবার এ ব্যাপারে মুখ খুললেন মেসি নিজেই। কোচ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমি সব সময়ই বলেছি যে বার্সেলোনা আমাকে সব কিছুই দিয়েছে। আর আমি এখানে ততোদিনই থাকব যতদিন তারা চাইবে।’ বার্সেলোনা প্রেসিডেন্ট কয়েক মাস আগে ঠিক এমন কথাই বলেছিলেন। মেসি চাইলে সারা জীবন বার্সেলোনায় খেলতে পারেন। বার্সেলোনার বক্তব্য হচ্ছে, মেসি বার্সেলোনাকে অনেক কিছুই দিয়েছেন। একথা বার্সেলোনার যে কোনো ভক্তও স্বীকার করবেন। কিন্তু নতুন চুক্তিটার উপর অনেক কিছুই নির্ভর করছে। সুয়ারেজ আর নেইমার মনে করছেন, অতি দ্রুতই মেসির সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তি হবে। বর্তমান চুক্তির আলোকে মেসি ২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকবেন। এরপরই তিনি যেখানে ইচ্ছা যেতে পারবেন। কিন্তু মেসির মতো একজন তারকাকে কী এতটা সহজেই হারাতে চাইবে বার্সেলোনা! অবশ্য অর্থও একটা বড় ব্যাপার। লিওনেল মেসিকে রাখতে হলে যেমন বড় অঙ্কের অর্থ গুনতে হবে বার্সেলোনাকে। ঠিক তেমনি তাকে অন্য ক্লাবে যেতে দিলেও বড় অঙ্কের অর্থ আমদানি হতে পারে। এসব বিবেচনা করেই বার্সেলোনাকে সিদ্ধান্ত নিতে হবে। দেখা যাক, কাতালান ক্লাব কোনটাকে বেশি মূল্যায়ন করে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর