শিরোনাম
সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইতিহাস গড়লেন ওয়েইন রুনি

ক্রীড়া ডেস্ক

ইতিহাস গড়লেন ওয়েইন রুনি

স্টোক সিটির দর্শকরা যখন জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায়, তখনই তাদের উৎসবের কফিনে পেরেক ঠুঁকে দেন ওয়েইন রুনি। শুধুই কি মান বাঁচান রুনি? অতিরিক্ত সময়ে ৯৪ মিনিটে গোল করে নিশ্চিত হার থেকে বাঁচান ম্যানচেস্টার ইউনাইটেডকে এবং একই সঙ্গে ক্লাবের পক্ষে সর্বোচ্চ ২৫০ গোল করার ইতিহাসও গড়েন। তার ইতিহাস গড়া গোলেই ম্যানচেস্টার ইউনাইটেড ১-১ গোলে ড্র করেছে স্টোক সিটির সঙ্গে। একই দিন আরেক শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার সিটি ২-২ গোলে করেছে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে। লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে অবাক করেছে সোয়ানসি সিটি।

শনিবার স্টোক সিটির মাঠে ১৯ মিনিটে পিছিয়ে পড়ে পয়েন্ট তালিকায় ছয় নম্বর দল ম্যান ইউ। খেলার ধারার বিপরীতে আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিক স্টোক সিটি। প্রতিপক্ষের উড়ে আসা ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি ম্যান ইউর রক্ষণভাগের স্প্যানিশ ফরোয়ার্ড জুয়ান মাতা। বল ঢুকে পড়ে নিজেদের জালে (০-১)। এরপর ম্যান ইউ একের পর এক চেষ্টা করতে থাকে গোল পরিশোধের। কিন্তু স্টোকের রক্ষণভাগের দৃঢ়তায় গোলের দেখা পায়নি রেড ডেভিলরা। বলের নিয়ন্ত্রণে, সুযোগ তৈরিতে এগিয়ে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না ইউনাইটেড। অবশেষে ম্যাচের অতিরিক্ত সময়ে ৯৪ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে সমতা এনে ম্যান ইউ শিবিরে স্বস্তি ফেরান (১-১)। ওই গোলে তিনি পেছনে ফেলেন লিজেন্ডারি ফুটবলার স্যার ববি চার্লটনকে। ইংল্যান্ড জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা রুনির গোল সংখ্যা ২৫০। ১৮০টি প্রিমিয়ার লিগে, ৩৯টি ইউরোপিয়ান লিগে। ঘরের মাঠে গোল করেছেন ১৩৬ এবং অ্যাওয়ে গোল ১০৬টি। ৮টি গোল নিরপেক্ষ ভেন্যুতে। কষ্টার্জিত ড্রয়ে ম্যান ইউর পয়েন্ট ২২ ম্যাচে ৪১। ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে সবার ওপরে চেলসি। সোয়ানসি সিটির কাছে হেরে যাওয়া লিভারপুলের পয়েন্ট ৪৫।

নিজ মাঠ ইত্তিহাদে ৪৯ মিনিটে প্রথম এগিয়ে যায় ম্যান সিটি লেরোয় সানের গোলে। ৫৪ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইন। ম্যাচে সমতা আনে হটস্পাররা মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে। ৭৩ মিনিটে ব্যবধান কমান ইংলিশ মিডফিল্ডার ডেলে আলি হেডে এবং ৭৭ মিনিটে সমতা আনেন দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার সং হিউং মিন। এই ড্রয়ে টটেনহ্যামের পয়েন্ট ২২ ম্যাচে ৪৬। চার নম্বরে থাকা আর্সেনালের পয়েন্ট ২১ ম্যাচে ৪৫। ম্যান সিটির পয়েন্ট ৪৩।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর