শিরোনাম
সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শাপেকোয়েনসের ‘পুনর্জন্ম’

ক্রীড়া ডেস্ক

দুই মাস আগে বিমান দুর্ঘটনায় শাপেকোয়েনসের ১৯ ফুটবলার মারা যান। কলম্বিয়ার মেডেলিনে সুদাআমেরিকানা কাপের ফাইনাল খেলতে যেয়ে বিমান দুর্ঘটনায় পড়েছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। তখন মনে হয়েছিল ক্লাবের ভবিষ্যৎ শেষ। কিন্তু ব্রাজিলিয়ান ক্লাবগুলোর সহায়তায় ঘুরে দাঁড়ায়। গতকাল খেলতেও নামে পুনর্জন্ম নেওয়া ক্লাব শাপেকোয়েনস। শনিবার বেঁচে দেওয়া স্টেডিয়াম কোন্দা স্টেডিয়ামে এক আবেগঘন পরিবেশে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানো ক্লাবটি প্রথম ফুটবল ম্যাচ খেলে। তাতে ২-২ গোলে ড্র করে ব্রাজিলিয়ান লিগের বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে। ম্যাচ শুরুর আগে বেঁচে ফেরা তিন খেলোয়াড় তুলে ধরলেন কোপা সুদামেরিকানা ট্রফি। তখনই কান্নায় ভেঙে পড়ে গোটা স্টেডিয়াম। হুইলচেয়ারে বসে কৃত্রিমভাবে ডান পা লাগানো জ্যাকসন ফোলম্যান প্রথমে ট্রফিটা উঁচু করে ধরেন। প্রায় ১০ ঘণ্টা বিমানের ধ্বংসস্তূপে থাকা ডিফেন্ডার নেটো ২০ হাজার ভক্তের সামনে ট্রফি দেখাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। কেঁদেছেন উইঙ্গার অ্যালান রুশেলও। পদক নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারও। মাঠে উপস্থিত ছিলেন ২০ হাজার দর্শক। ম্যাচের ৭১ মিনিটে নিহত ৭১ জনের স্মরণে দর্শকরা গেয়ে ওঠেন ‘এগিয়ে যাও শাপেকোয়েনস!’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর