শিরোনাম
শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফাইনালে ফেদেরার

ক্রীড়া ডেস্ক

ফাইনালে ফেদেরার

অবশেষে আরও একবার গ্র্যান্ডস্লাম ওপেনের ফাইনালে উঠে এলেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার। ২০১২ সালের পর আরও একবার গ্র্যান্ডস্লাম শিরোপা জয় করার সুযোগ এল ফেদেরারের সামনে। অবশ্য এরপর আরও তিনটা ফাইনাল খেলেছেন তিনি। তবে বার বারই নোভাক জকোভিচের কাছে পরাজিত হয়েছেন এ সুইস তারকা। গতকাল দীর্ঘ লড়াইয়ের পর স্বদেশি স্ট্যান ওয়াওরিঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়া ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন রজার ফেদেরার। মেলবোর্নে ৩ ঘণ্টা ৫ মিনিটের লড়াইয়ে ৭-৫, ৬-৩, ১-৬, ৪-৬ ও ৬-৩ গেমে জেতেন ১৭টি গ্র্যান্ডস্লামজয়ী ফেদেরার। অস্ট্রেলিয়ার কেন রোজওয়ালের পর সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠলেন ৩৫ বছর বয়সী ফেদেরার। ১৯৭৪ সালে রোজওয়াল ইউএস ওপেনের ফাইনালে খেলেছিলেন ৩৯ বছর বয়সে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর