সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দলগত ইভেন্টে বাংলাদেশের দিন

আরচ্যারি চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক

দলগত ইভেন্টে বাংলাদেশের দিন

রিকার্ড ইন্ডিভিজ্যুয়াল একক ইভেন্টে পুরুষ আরচ্যারদের ব্যর্থতার পর প্রথম ইসলামী সলিডারিটি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলগত বিভাগে সুবিধা করতে পারবে কি না শঙ্কা তৈরি হয়েছিল। দ্বিতীয় দিনে রোমান তামিমুলদের সে ব্যর্থতা এককে ঢেকে দিয়েছিলেন হীরা মনি-বন্যারা। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় দিনটি ছিল স্বাগতিক আরচ্যারদের জয় জয়কার। দলগত সব ইভেন্টে ফাইনালে উঠেছেন বাংলাদেশের প্রতিযোগীরা। ৯ ইভেন্টের ৭টিতেই সোনার লড়াইয়ে আরচ্যাররা। রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে উঠেছেন বাংলাদেশের রুমান সানা, সানোয়ার হোসেন ও তামিমুল ইসলাম। বাংলাদেশের আরচ্যাররা ফাইনালে খেলবেন ভুটানের বিপক্ষে এ ইভেন্টে তামা জিতেছে সৌদি আরব। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা ৬-০ পয়েন্টে হারায় সুদানকে। মহিলা রিকার্ভ দলগত ফাইনালে উঠেছেন বাংলাদেশের বিউটি রায়, শ্যামলী রায় ও রাফিয়া আক্তার শাপলা। ফাইনাল হবে নেপালের বিপক্ষে। মিশ্র রিকার্ভ দলগত বিভাগে ফাইনালে উঠেছেন বাংলাদেশের রুমান সানা ও বিউটি রায়।  সোনার লড়াইয়ে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। ইরাক তামা নিশ্চিত করেছে। কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে সোনার লড়াইয়ে উঠেছেন আবুল কাশেম মামুন, মিলন মোল্লা ও নাজমুল হুদা। তারা ফাইনালে খেলবেন মালয়েশিয়ার বিপক্ষে। কম্পাউন্ড মিশ্র দলগত ফাইনালে উঠেছেন আবুল কাশেম মাসুদ ও সুস্মিতা বণিক।

সর্বশেষ খবর