মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দারুণ জয়ে এগিয়ে গেল রিয়াল

ক্রীড়া ডেস্ক

দারুণ জয়ে এগিয়ে গেল রিয়াল

বার্সেলোনার ব্যর্থতা মানেই রিয়াল মাদ্রিদের লা লিগা জয়ের পথ আরও পরিষ্কার হওয়া। গত রবিবার কাতালানরা ১-১ গোলে ড্র করার পর রিয়াল মাদ্রিদ ভক্তরা তাই বেশ আনন্দিত হয়েছিল। এই আনন্দটা দ্বিগুণ করলেন রোনালদোরা। একই দিনে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সুসিদাদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। এ জয়ে লা লিগায় ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থানে আরও মজবুত আসন গাড়ল জিনেদিন জিদানের শিষ্যরা। এক ম্যাচ বেশি খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার সংগ্রহও ৪২ পয়েন্ট।

বার্সেলোনার ড্রয়ের খবর জেনেই মাঠে নেমেছিলেন রোনালদোরা। দলে গেরেথ বেলে, জেমস রদ্রিগেজ, লুকা মডরিচ আর মার্সেলোরা না থাকলেও দুর্দান্ত খেলল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রবিবার জিদানের শিষ্যরা ভক্তদের সমর্থনও খুব একটা পায়নি। গত কয়েক ম্যাচের ব্যর্থতার জন্য রোনালদোদের ধুয়োধ্বনি দিয়েছে অনেকেই। তবে এসবকে মোটেও পাত্তা দেননি রোনালদোরা। কভাচিচের ৩৮ মিনিটের গোলেই এগিয়ে যায় জিদানের দল। প্রথমার্ধে আর গোল না হলেও ম্যাচটা নিয়ন্ত্রণ করে রিয়াল মাদ্রিদই। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে রোনালদোর গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় লস ব্ল্যাঙ্কোসদের। ম্যাচের ৮৩ মিনিটে আলভারো মোরাতার গোল বড় ব্যবধানের জয় উপহার দেয় রিয়াল মাদ্রিদকে। দারুণ এ জয়ের পর জিদান বলেন, ‘আমরা আমাদের ব্যবধান বাড়িয়েছি। আমাদের প্রতিপক্ষরা পয়েন্ট হারিয়েছে আর আমরা চার পয়েন্টে এগিয়ে আছি। সামনে অবশ্যই কঠিন সময় আসবে। তবে আমরা এ জয় উপভোগ করতে চাই।’ জিদান বার্সেলোনার পয়েন্ট হারানোকে নিজেদের জন্য সৌভাগ্য মনে করছেন। দিন কয়েক আগেই সেল্টা ভিগোর কাছে কোপা দেল রে কাপের ম্যাচে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে জিদানের দল। ট্রেবল জয়ের স্বপ্নটা এবারও পূরণ হলো না জিদানের। তবে লা লিগা আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোনো ভুল করতে চান না তিনি। দলটাকে সেভাবেই গুছিয়ে নিয়েছেন সাবেক এ ফরাসি তারকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর