শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আসছে স্পিন কোচ

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সিরিজ চলাকালে স্পিন কোচ আসবে এমনটিই জানিয়েছিল বিসিবি। সেই ভাবনা থেকে দূরে সরে এসেছে। নতুন করে আবার ঘোষণা এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই স্পিন কোচ আনার চেষ্টা করবে। গতকাল এ কথাই জানালেন বিসিবির পরিচালক আকরাম খান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে স্পিন কোচ নিয়োগের ব্যাপারে আকরাম বলেন, ‘আমাদের স্পিন কোচ প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ভারতের টেস্ট চলাকালীন বলেছিলাম সুনীল যোশীর কথা। কিন্তু ও ছুটি না পাওয়ায় সম্ভব হয়নি।’ ভারতের টেস্ট চলাকালীন সময়ে স্পিন কোচ হিসেবে সুনীল যোশির কথা নিশ্চিত করেছিল বিসিবি। এখন তিনিও নিশ্চিত নন। আকরাম বলেন, ‘আমরা দুই তিন জনের নাম রেখেছি। আমরা বসে একটা সিদ্ধান্ত নেব। যাকে ভালো মনে করব তাকেই আনার চেষ্টা করব। সবকিছুই সিদ্ধান্ত নেওয়া হবে পরিচালকদের মতামতের উপর।’ এদিকে বেশ কিছুদিন থেকেই গুঞ্জন ছিল ফিল্ডিং কোচ হিসেবে আসছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তির ফিল্ডার জন্টি রোডস। তবে স্থায়ী হিসেবে নয় কিছুদিনের জন্য এসে ট্রেনিং দেওয়ার কথা ছিল তার। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে তিনি ঢাকায় আসবেন বলে জানালেন আকরাম। শুধু জাতীয় দল নয়, এইচপি, এ দল ও বয়সভিত্তিক ক্রিকেটাররাও তার অধীনে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে।

সর্বশেষ খবর