মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জার্মানি ইংল্যান্ডের কাঙ্ক্ষিত জয়

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ বাছাই পর্বের বাধা পাড়ি দেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। রবিবার আজারবাইজানকে ৪-১ গোলে হারিয়েছে জার্মানরা। আন্দ্রে শুরলে ২ গোল করেছেন দলের পক্ষে। এ ছাড়া ১টি করে গোল করেছেন থমাস মুলার ও মারিও গোমেজ। এর ফলে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট সংগ্রহ করে সি গ্রুপের শীর্ষেই অবস্থান করছে জার্মানি। এই গ্রুপে দুই নম্বরে অবস্থান করছে সমান ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রাহী উত্তর আয়ারল্যান্ড। তারা রবিবার ২-০ গোলে হারিয়েছে নরওয়েকে। আর মাত্র দুটি ম্যাচ জিতলেই বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হতে পারে জার্মানির। সি গ্রুপে বড় জয় পেয়েছে চেক প্রজাতন্ত্রও। তারা ৬-০ গোলে হারিয়েছে স্যান মেরিনোকে। অবশ্য এ জয়ের পরও ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের ৩ নম্বরেই পড়ে আছে চেকরা। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপ অঞ্চলে জয় পেয়েছে ইংল্যান্ডও। তারা রবিবার লিথুয়ানিয়াকে ২-০ গোলে হারিয়েছে। দলের পক্ষে গোল করেছেন ডেফো ও ভার্ডি। এই জয়ে এফ গ্রুপে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে ইংলিশরা। এই গ্রুপে সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ২ নম্বরে অবস্থান করছে স্লোভাকিয়া। তারা রবিবার মাল্টাকে ৩-১ গোলে হারিয়েছে। এফ গ্রুপে জয় পেয়েছে স্কটল্যান্ডও। তারা ১-০ গোলে হারিয়েছে স্লোভেনিয়াকে। স্কটিশরা ৭ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে। ৮ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে স্লোভেনিয়া। ই গ্রুপে জয় পেয়ে চলেছে পোল্যান্ড। তারা রবিবার মন্টিনিগ্রোকে ২-১ গোলে হারিয়েছে। ই গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পোলিশরা। ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ২ নম্বরে আছে মন্টিনিগ্রো। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ৩ নম্বরে আছে ডেনমার্ক। তারা রবিবার রোমানিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। আরমেনিয়া রবিবার নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়েছে কাজাখস্তানকে।

সর্বশেষ খবর