বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

টাইগারদের প্রশংসা জোন্সের মুখে

ক্রীড়া ডেস্ক

গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেলদের পর তাকে বলা হতো অস্ট্রেলিয়ান ক্রিকেটের সেরা প্রতিভা। ডিন জোন্স খেলেছেন অ্যালান বোর্ডার, কিম হিউজেস, ডেবিড বুনদের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে। তারপরও নিজস্ব ব্যাটিং স্টাইলের জন্য বিশ্ব ক্রিকেটে আলাদা জায়গা করে নিয়েছিলেন জোন্স। এখন ধারাভাষ্যকার। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক এই অসি তারকা ক্রিকেটার। খুব কাছ থেকে দেখছেন টাইগারদের পারফরম্যান্স। প্রতিটি ম্যাচেই বাংলাদেশের প্রশংসা করেছেন। শুধু প্রশংসা করে থেমে থাকেননি, আগস্টে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়াকে কঠিন পরীক্ষা দিতে হবে বলেও সতর্ক করেন স্বদেশীদের।

পি সারা ওভাল স্টেডিয়ামে নিজেদের শততম টেস্টে বাংলাদেশের জয়ের পর সাকিব আল হাসান, তামিম ইকবালের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন। মুগ্ধতা ঝড়েছে মাত্র ২০ বছর বয়সী অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের বোলিং দেখে। মিরাজকে ‘কিড’ বলে সন্মোধন করেন জোন্স। সাবেক অসি ক্রিকেটার শুধু শ্রীলঙ্কা সিরিজই নয়, গত ৩-৪ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটকে গভীরভাবে দেখছেন। দেশে বাংলাদেশের উন্নতিটা অনুভব করেছেন। তাই অস্ট্রেলিয়াকে সতর্ক করে টুইটারে লিখেছেন, ‘আগস্টে বাংলাদেশকে হারাতে হলে অস্ট্রেলিয়াকে তার সেরাটাই খেলতে হবে। নাহলে বাংলাদেশের কাছে হারতে হবে।’ ২০১৫ সালের অক্টোবরে দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে ঢাকায় আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তার অজুহাতে শেষ মুহূর্তে সফর বাতিল করে। এবার অবশ্য আগস্টে আসার কথা দেশটির। কিন্তু এখনো অজুহাত দেখাচ্ছে।

সর্বশেষ খবর