শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

অলিম্পিকে ক্রিকেট

ক্রীড়া ডেস্ক

টি-২০ ফরম্যাটকে অলিম্পিকে যুক্ত করার কথা ভাবছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেন, ‘টি-২০ ফরম্যাটকেই অলিম্পিকে অন্তর্ভুক্ত করার আবেদন জানাব আমরা। টুর্নামেন্টটি হবে ছয় থেকে আট দলের।’ তার মতে, অলিম্পিকে ক্রিকেটের সংযুক্তিটা এতদিন হয়নি নানা কারণে। আইসিসির আগ্রহও তেমন একটা ছিল না। তবে এখন প্রায় প্রতিটা সদস্য দেশই চায়, অলিম্পিকের মতো এক মহা ক্রীড়া আসরে অবশ্যই ক্রিকেটের উপস্থিতি থাকা প্রয়োজন। ক্রিকেট এরই মধ্যে এশিয়ান গেমসে যুক্ত হয়েছে। অলিম্পিকেও এবার যুক্ত হতে পারে। অবশ্য সবার আগে বিষয়টি আইসিসিতে অনুমোদন হতে হবে। জুলাইয়ের মধ্যেই নাকি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিবে আইসিসি। এরপর সেপ্টেম্বরের মধ্যে আবেদন জানানো হবে। অলিম্পিক কমিটি ক্রিকেটকে অনুমোদন দিলে ২০২৪ সাল থেকে ক্রিকেট অলিম্পিকে যুক্ত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর