মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতার জয়

ক্রীড়া ডেস্ক

১৬৯ রানের লক্ষে দিল্লি ডেয়ার ডেভিলসের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের দরকার ছিল ৯ রান। দিল্লির অধিনায়ক জহির খান বল তুলে দেন স্পিনার অমিত মিশ্রর হাতে। প্রথম বল ডট। দ্বিতীয় বলে স্ট্যাম্পিং হয়ে যান কলকাতার ইংলিশ তারকা ওকস। ম্যাচে তখন টানটান উত্তেজনা। তৃতীয় বলে সিঙ্গেলস নিলেন সুনীল নারাইন। চতুর্থ বলে ছক্কা  ও পঞ্চম বলে দুই রান নিয়ে কলকাতার জয় নিশ্চিত করেন মনিশ পাণ্ডে। ৪৯ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মনিশ। দারুণ ব্যাটিং করেছেন ইউসুফ পাঠানও। তিনি ৩৯ বলে খেলেছেন ৫৯ রানের ইনিংস।

গতকাল প্রথমে ব্যাট করে প্যান্ট ও স্যামসনের ঝড়ো ব্যাটিংয়ে ১৬৮ রান করে দিল্লি। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক বল হাতে রেখে নাটকীয় জয় পায় কলকাতা। আইপিএলের এই আসরে পঞ্চম ম্যাচে ৪র্থ জয় পেল কলকাতা। কালকের ম্যাচেও একাদশে জায়গা হয়নি সাকিব আল হাসানের।

সর্বশেষ খবর