রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রোনালদো-মেসির লড়াই

রোনালদো-মেসির লড়াই

লড়াইয়ের ভিতরেও লড়াই থাকে। আর এল ক্ল্যাসিকোর মতো ম্যাচে তো এমন দ্বৈত লড়াইয়ের শেষ নেই। রামোস যেমন সুয়ারেজকে রুখতে চাইবেন তেমনি রোনালদোকে রুখবেন পিকে। মেসিকে বাধা দিবেন মার্সেলো। মাঝমাঠে লড়াইটা হবে ইনিয়েস্তা-মডরিচ ও কাসেমিরো-বাসকুয়েটসের মধ্যে। তবে শেষ পর্যন্ত লড়াইটা মেসি আর রোনালদোরই। এল ক্ল্যাসিকোর উত্তেজনা এ দুই তারকা নতুন উচ্চতায় নিয়ে গেছেন। মেসি এল ক্ল্যাসিকোর সর্বোচ্চ গোলদাতা (২১ গোল)। রোনালদো ১৬ গোল নিয়ে আছেন তিন নম্বরে। দুই তারকার লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ী হবেন তা বলা মুশকিল। তবে লা লিগার এল ক্ল্যাসিকোতে রোনালদো গোল করেছেন গত এপ্রিলেও। মেসির সর্বশেষ গোল ২০১৪ সালের মার্চে। সেবার অবশ্য তিনি হ্যাটট্রিক করেছিলেন। দীর্ঘদিন এল ক্ল্যাসিকোতে গোল পাচ্ছেন না মেসি। আজ কী করবেন তিনি! মেসি আর রোনালদোর লড়াইটাই এল ক্ল্যাসিকোর ফলাফল নিশ্চিত করতে পারে। অবশ্য ফলাফল নির্ধারণ করতে পারেন সুয়ারেজ কিংবা গেরেথ বেলেও। সুয়ারেজ তো গত ডিসেম্বরেও এল ক্ল্যাসিকোতে গোল করেছেন। সেই ম্যাচে রামোসের গোলে রিয়াল মাদ্রিদ সমতায় ফিরেছিল শেষ মুহূর্তে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর