শিরোনাম
সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

চীন সফরে অনূর্ধ্ব-১৬ মহিলা দলের জয়

ক্রীড়া প্রতিবেদক

চীন সফরে অনূর্ধ্ব-১৬ মহিলা দলের জয়

সাংসি অনূর্ধ্ব-১৫ মহিলা দলের বিপক্ষে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের মার্জিয়া -সৌজন্য

প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা দল। ন্যূনতম ১-০ ব্যবধানে হেরেছিল চীন অনূর্ধ্ব-১৪ দলের বিপক্ষে। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে গতকাল বড় জয় পেয়েছেন মাার্জিয়া, কৃষ্ণারা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সাংসি প্রাদেশিক অনূর্ধ্ব-১৫ দলকে। চলতি বছরের ৯-২৩ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসবে এশিয়ান অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ মহিলা দল খেলবে এবং তারই প্রস্তুতি নিতে চীন সফর করছে দলটি। এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছাড়াও খেলবে অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, জাপান, লাওস, চীন, স্বাগতিক থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া।

সাংসি প্রদেশের সঙ্গে ম্যাচটি ছিল তিন কোয়ার্টারের। প্রথম কোয়ার্টারে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। ৮ মিনিটে দলকে এগিয়ে নেন মার্জিয়া খাতুন। পরের মিনিটেই গোলসংখ্যা দ্বিগুণ করতে পারতো অনূর্ধ্ব-১৬ দল। কিন্তু রাজিয়া সহজ সুযোগ মিস করায় গোলসংখ্যা দ্বিগুণ হয়নি। ৩২ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করেন অধিনায়ক কৃষ্ণা রানী সরকার।  মধ্য মাঠ থেকে তহুরার বাড়ানো বল ধরে জালে জড়ান কৃষ্ণা (২-০)। ৪৪ মিনিটে ব্যবধান হয় ৩-০। এবার গোল করেন সিরাত জাহান স্বপ্না। তাকে গোল করতে বল বানিয়ে দেন সানজিদা। দুই কোয়ার্টারেই ম্যাচের ভাগ্য গড়ে নেয় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে স্বাগতিক সাংসি একাদশ। ৮৪ মিনিটে গোল ব্যবধান কমান লু জিয়েমেই (১-৩)। কিন্তু ততক্ষণে জয়ের বিষয়ে নিশ্চিত হয়ে যায় ছোটনের শিষ্যরা। ম্যাচের শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে ৮৮ মিনিটে মনিকা চাকমা দলের পক্ষে চার নম্বর গোলটি করে উৎসবে মেতে উঠেন (৪-১)। সাংহাই প্রদেশের রাজধানী জিয়ানে এক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার চীন পৌঁছায় মহিলা ফুটবল দল। ২২-২৬ এপ্রিল পর্যন্ত সফরে পাঁচটি ম্যাচ খেলবেন কৃষ্ণারা। আজ আবার চীনের অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের বিপক্ষে খেলবে মহিলা দল। ২৫ তারিখ সাংসির স্থানীয় একাদশের বিপক্ষে এবং বুধবার চীন অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের বিপক্ষে খেলবে শেষ ম্যাচ। ২৭ এপ্রিল দেশে ফিরবে দল। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় মহিলা দল এর আগে জাপান ও সিঙ্গাপুর সফর করে।

সর্বশেষ খবর