শিরোনাম
সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

জাতীয় স্কুল অ্যান্ড কলেজ তায়কোয়ান্ডো

ক্রীড়া প্রতিবেদক

২০টি ওজন ক্যাটাগরিতে প্রায় ৮০০ প্রতিযোগীর উপস্থিতিতে আগামীকাল শুরু হচ্ছে ওয়ালটন জাতীয় স্কুল ও কলেজ তায়কোয়ান্ডো। পুরুষ ও মহিলা ইভেন্ট ১০টি করে। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে পুরুষ ও মহিলা বিভাগের ক্যাটাগরিগুলো- ৩০, -৩৫, -৪০, -৫০, -৫৫, -৬০, -৬৫, -৭০ ও ঊর্ধ্ব ৭০। রবিবার এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। প্রতিযোগিতায় অংশ নিবে বান্দরবান, সিলেট, গাজীপুর, কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ব্রাক্ষণবাড়িয়া, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার স্কুল। এ ছাড়া ঢাকার দলগুলো হচ্ছে-আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, আদমজী ক্যান্ট কলেজ, বিএএফ শাহিন কলেজ (তেজগাঁও),  বিএএফ শাহিন কলেজ (কুর্মিটোলা),  বিএএফ শাহিন কলেজ ইংলিশ মিডিয়াম স্কুল (তেজগাঁও),  মুসলিম মডার্ন একাডেমি, সেনাপল্লী উচ্চ বিদ্যালয়, আদর্শ বিদ্যা নিকেতন, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ (মিরপুর, বারিধারা, মালিবাগ ও বনানী শাখা)।

সর্বশেষ খবর