বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

নৌবাহিনী-বিজিবি ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

নৌবাহিনী-বিজিবি ফাইনাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গতকাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনী ক্রিকেট ম্যাচ দেখতে উপস্থিত হন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চেয়ারম্যান সাফওয়ান সোবহান (বামে) —বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা স্বাধীনতা কাপ কাবাডির ফাইনালে উঠেছে দুই সার্ভিসেস দল বাংলাদেশ নৌ বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

আজ সন্ধ্যা ৬টায় ফাইনাল অনুষ্ঠিত হবে  মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ফাইনালে উপস্থিত থাকার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

এছাড়াও উপস্থিত থাকবেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. কামাল আহম্মেদ মজুমদার, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ মো. ইলিয়াস উদ্দিন মোল্লা এবং ফাইনালে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

ইনডোর স্টেডিয়ামে গতকাল প্রথম সেমিফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ৩৬-২৬ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে ফাইনালে উঠে। দ্বিতীয় সেমিতে বিজিবি ২৯-১৫ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর