সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

হঠাৎ দেশে ফিরলেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

নিজে অসুস্থ হয়েছেন বহুবার। হাঁটুর ইনজুরিতে পড়ে ডাক্তারের কাঁচির নিচে যেতে হয়েছে সাত সাতবার। তারপরও অদম্য মাশরাফি বিন মর্তুজা ক্রিকেট খেলছেন। বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। পারফরম্যান্স করছেন টানা। চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে তিন জাতির টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্বও দিবেন। ২৬ এপ্রিল দল নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করতে উড়ে গেছেন ইংল্যান্ডের সাসেক্সে। সেখানে ৯ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। সাসেক্স মাঠে ‘ডিউক অব নরফোকস’ একাদশের বিপক্ষে একটি প্রদর্শনী ওয়ানডে খেলবে টাইগাররা আজ। স্বাগতিক দলে খেলবেন ইংল্যান্ডের পক্ষে খেলা ক্রিস অ্যাডামস ও জেমস কার্টলি। সেই দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ না খেলেই গতকাল ঢাকায় ফিরেছেন মাশরাফি। টাইগার অধিনায়ক ইনজুরির জন্য ফিরেননি। ফিরেছেন স্ত্রী অসুস্থ বলে। ৩-৪ দিন ঢাকায় থেকে স্ত্রীর চিকিৎসা করিয়েই ফিরবেন ইংল্যান্ডে। হয়তো তার সঙ্গে ঢাকা থেকে যেতে পারেন মুস্তাফিজুর রহমান। আইপিএল খেলতে তিনি এখনো অবস্থান করছেন ভারতে। মুস্তাফিজের দেশের ফেরার কথা ৩ মে। মাশরাফির হঠাৎ দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, ‘স্ত্রী অসুস্থ হওয়ায় ম্যানেজমেন্টের কাছ থেকে ছুটি নিয়ে ৩-৪ দিনের জন্য মাশরাফি দেশে ফিরেছেন।’

আয়ারল্যান্ডে তিন জাতির টুর্নামেন্টের বাকি দুই দল স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। ডাবলিনে ১২ মে প্রথম ম্যাচ আয়ারল্যান্ড, ১৭ মে নিউজিল্যান্ড, ১৯ মে আয়ারল্যান্ড এবং ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফিদের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। ১ জুন ওভালের কেনিংটন মাঠে ইংল্যান্ড, একই ভেন্যুতে ৫ জুন প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং ৯ জুন কার্ডিফে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর