সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

নিরাপত্তার অজুহাতে ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া। খেলেনি অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপও। কিন্তু অস্ট্রেলিয়ান ফুটবল দল কিন্তু বিশ্বকাপ বাছাইপর্ব খেলে গিয়েছিল। এমন দ্বিমুখী নীতির পরও বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা অধীর অপেক্ষায় বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দিতে। এবার বোধহয় ক্রীড়াপ্রেমীদের হতাশ হতে হবে না। দুই দিন আগে আইসিসি সভা শেষে দেশে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন অস্ট্রেলিয়া দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফর করবে। তবে কবে, সেটা এখনো পরিষ্কার নয়। সম্ভাব্য তারিখ আগস্টে। গতকাল মিডিয়ার সঙ্গে কথা বলার সময় বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়া, ‘অস্ট্রেলিয়া আমাদের দেশে সফর নিশ্চিত করেছে। ঈদুল আজহার আগে বাংলাদেশে আসবে। ঈদের আগে একটা ও পরে একটা টেস্ট খেলবে। ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকালীন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল বাংলাদেশে এসে নিরাপত্তা ব্যবস্থা দেখে যান।

সর্বশেষ খবর