সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

জমেছে বার্সা-রিয়ালের লড়াই

ক্রীড়া ডেস্ক

জমেছে বার্সা-রিয়ালের লড়াই

লুইস সুয়ারেজ মেসিদের সঙ্গে যোগ দেওয়ার পর বিশ্বসেরা আক্রমণভাগ গড়ে তুলেছিল বার্সেলোনা। এমএসএন ত্রয়ী প্রথম মৌসুমেই গোলের সেঞ্চুরি করেছিলেন। মেসি-নেইমার-সুয়ারেজ মিলে ২০১৪-১৫ মৌসুমে করেছিলেন ১২২ গোল। গত মৌসুমে গোলের সংখ্যা ছিল ১৩১টি! টানা তৃতীয় মৌসুমেও গোলের সেঞ্চুরি করলেন এমএসএন। গত শনিবার ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। চারটি গোলই করেছেন এমএসএন। দুটি লিওনেল মেসি আর বাকি দুটি নেইমার ও সুয়ারেজ। চলতি মৌসুমে তিনজন মিলে করলেন ১০২ গোল। মজার বিষয় হলো এর মধ্যে অর্ধেক গোলই (৫১টি) লিওনেল মেসির! আর্জেন্টাইন ফুটবল জাদুকর এই নিয়ে পঞ্চমবারের মতো এক মৌসুমে ৫০ বা তার চেয়েও বেশি গোল করলেন।

এদিকে বার্সেলোনার জয়ের খবর শুনেই গ্রানাডার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। কাতালানরা জয়ে এগিয়ে গেলেও পিছিয়ে থাকেনি রিয়াল মাদ্রিদ। গ্রানাডাকে ৪-০ গোলে উড়িয়ে বার্সার সমান্তরালে ফিরেছে জিদানের দল। দুর্দান্ত এ জয়ে দুটি করে গোল করেছেন আলভারো মোরাতা ও রদ্রিগেজ। এক ম্যাচ হাতে থাকায় এখনো লা লিগার শিরোপা জয়ের দৌড়ে রিয়ালকেই এগিয়ে রাখতে হচ্ছে। অবশ্য বার্সেলোনাও পণ করে আছে, লা লিগার শিরোপা জয়ের প্রতিটা সুযোগ তারা কাজে লাগাবে। কাতালানরা ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে (+৭৪) এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ৩৫ ম্যাচে ৮৪ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে (+৫৭) পিছিয়ে থাকায় দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। এদিকে গোলদাতার তালিকায় এগিয়েই চলেছেন লিওনেল মেসি। লা লিগায় চলতি মৌসুমে তিনি ৩২ ম্যাচ খেলে করেছেন ৩৫ গোল। ৯টি গোলে এসিস্টও করেছেন এ আর্জেন্টাইন জাদুকর। ২৭ গোল করে দুই নম্বরে আছেন লুইস সুয়ারেজ। মেসির কঠিন প্রতিদ্বন্দ্বী রোনালদোর গোলসংখ্যা এবার ২০টি! এর অর্থ, সম্ভবত এবার ইউরোপিয়ান গোল্ডেন শু মেসির শোকেসেই শোভা পেতে যাচ্ছে। মেসির সবচেয়ে কাছাকাছি আছেন পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির ডাচ স্ট্রাইকার বাস ডস্ট (৩১ গোল)। মেসি এবং ডস্ট দুজনেরই দুটি করে ম্যাচ বাকি লিগে। দেখা যাক, মেসি এবার ইউরোপিয়ান গোল্ডেন শু জিততে পারেন কি না! এদিকে গ্রানাডার বিপক্ষে দুর্দান্ত জয়ের পরও খুবই সতর্ক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তার মতে লিগের পরবর্তী তিনটা ম্যাচই রিয়াল মাদ্রিদের জন্য ফাইনাল। তিনি বলেন, ‘আমরা নিজেদের নিয়ে ভাবছি। জয় নিয়ে ভাবছি। এখনো তিনটা ফাইনাল খেলতে হবে আমাদের।’ তবে গত ম্যাচে দলের জয়ে দারুণ খুশি জিদান। শিষ্যদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। স্প্যানিশ লা লিগায় শনিবার জয় পেয়েছে অ্যাটলেটিকো মদ্রিদও। তারা ১-০ গোলে হারিয়েছে অ্যাইবারকে। এ জয়ে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল দিয়েগো সিমিওনের শিষ্যরা। ৩৬ ম্যাচে ৭৪ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চার নম্বরে থাকা সেভিয়ার সংগ্রহ ৬৯ পয়েন্ট। ভিয়ারিয়াল ৬৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চমে।

সর্বশেষ খবর