শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

ক্ষমা চাইলেন লালমাটিয়ার অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনা দ্বিতীয় ক্রিকেটের দুটি ম্যাচ। লালমাটিয়া-এক্সিওম ক্রিকেটার্স এবং ফিয়ার ফাইটার্স-ইন্দিরা রোড ম্যাচ দুটিতে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে দুই বোলার সুজন মাহমুদ ও তাসনিম আহমেদ যে বোলিং করেন, সেটা নিয়ে পুরো বিশ্ব তোলপাড়। ১১ এপ্রিল এক্সিওমের বিপক্ষে সুজন ৪ বলে ৯২ রান দিয়েছিলেন। ওই ম্যাচের পর বিসিবি তদন্ত করে লালমাটিয়া ও ফিয়ার ফাইটার্সকে আজীবনের জন্য বহিষ্কার করে। সুজন ও তাসনিমকে ১০ বছরের জন্য দুই দলের কোচ, ম্যানেজার ও অধিনায়ককে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে। বিসিবির এই নিষেধাজ্ঞার ঘটনায় ফের তোলপাড় হয় ক্রিকেটাঙ্গন। লালমাটিয়ার অধিনায়ক ফয়সাল নিষেধাজ্ঞা বাতিল করতে বিসিবি বরাবর আবেদন করেছেন। গতকাল বিসিবিতে সশরীরে উপস্থিত থেকে ক্ষমা চেয়েছেন, ‘আমি শুধুমাত্র ওই ম্যাচের অধিনায়ক ছিলাম। কিছুই জানতাম না। কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে ছিল না। বোলার আমার কথা শোনেনি। নিয়ম হচ্ছে, ওভার শেষ হলে বোলার পরিবর্তন করা যায়। যেহেতু বোলিং শেষ হয়নি, তাই বোলার পরিবর্তন করা সম্ভব হয়নি। বিসিবিতে এসে ক্ষমা চাওয়ার উদ্দেশ্য একটাই, আমি যেহেতু কিছুই জানতাম না, তাই শাস্তি কমানোর আবেদন করেছি। বিসিবি যেন আমায় ক্ষমা করে দেয়।’ লালমাটিয়ার যুগ্ম সম্পাদক আদনান রহমান দীপন অধিনায়ক ফয়সালের ক্ষমা চাওয়া প্রসঙ্গে বলেন, ‘শুনেছি ফয়সালের ক্ষমা চাওয়ার বিষয়টি। তার ইচ্ছা হয়েছে, সে ক্ষমা চেয়েছে। শুনেছি, তার কোনো এক ভাই আবাহনীতে খেলেন, তার মাধ্যমেই ক্ষমা চেয়েছেন বিসিবিতে।’

সর্বশেষ খবর