শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা

ফেডারেশন কাপ ফুটবল আজ শুরু

ক্রীড়া প্রতিবেদক

ফেডারেশন কাপ ফুটবল আজ শুরু

ঘরোয়া মৌসুম শুরু হয়ে গেছে এরমধ্যেই। শেষ হয়েছে জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ। শেষ হয়েছে দ্বিতীয় বিভাগ ফুটবলও। এখন অপেক্ষা দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর মাঠে গড়ানো নিয়ে। অবশেষে শেখ রাসেল, শেখ জামাল ধানমন্ডি, আবাহনী, মোহামেডানের মতো বড় বড় দলগুলো মাঠে নামছে। দলগুলো বাংলাদেশ পেশাদার লিগ বা প্রিমিয়ার লিগে খেলতে নামার আগে মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ দিয়ে ঝালাই করে নিচ্ছে নিজেদের। আজ ফেডারেশন কাপের উদ্বোধনী দিনে মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী, নবাগত সাইফ স্পোর্টিং। বিকাল ৫টায় আবাহনী মুখোমুখি হবে সাইফ স্পোর্টিংয়ের। সন্ধ্যা সোয়া ৭টায় ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ টিম বিজেএমসি। আগামীকাল মাঠে নামবে শেখ জামাল। প্রতিপক্ষ ফরাশগঞ্জ। ১৬ মে শেখ রাসেল খেলবে ফরাশগঞ্জের বিপক্ষে। ফেডারেশন কাপে অংশ নিচ্ছে ১২টি ক্লাব।

দেনা-পাওনা আদায়ে ১২ ক্লাবের সাতটি দ্বারস্থ হয়েছিল বাফুফের। তখন মনে হয়েছিল পিছিয়ে যাবে ফেডারেশন কাপ। ক্লাবগুলোর দাবি নিয়ে জরুরি সভা করে টুর্নামেন্টের অংশগ্রহণকারী ফি ও প্রাইজ মানি বাড়িয়ে দেয়। ফলে দলগুলো নির্ধারিত সময়েই অংশ নিতে রাজি হয়। টুর্নামেন্টের অংশগ্রহণ ফি ২ লাখ টাকা। আগে ছিল এক লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ৬  লাখ টাকা। আগে ছিল সেটা ৫ লাখ টাকা এবং রানার্স আপ প্রাইজমানি ৩ থেকে বেড়ে ৪ লাখ টাকা করা হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর গ্রুপে সাইফ স্পোর্টিং ছাড়াও রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। শেখ জামাল খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপের বাকি দুই দল শেখ রাসেল ও ফরাশগঞ্জ। ‘সি’ গ্রুপের তিন দল চট্টগ্রাম আবাহনী, আরামবাগ এবং মোহামেডান স্পোর্টিং এবং ‘ডি’ গ্রুপের দলগুলো ব্রাদার্স, রহমতগঞ্জ ও টিম বিজেএমসি। চার গ্রুপের শীর্ষ ৮ দল খেলবে কোয়ার্টার ফাইনাল। নক আউট পর্বের খেলা ২২, ২৩, ২৪ ও ২৫ মে। ২৭ ও ২৮ মে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ৪ জুন।

সর্বশেষ খবর