শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা

আবাহনী মোহামেডানের জয়

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী মোহামেডানের জয়

ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের নবম রাউন্ডের প্রথম ধাপের খেলা শেষ। দ্বিতীয় ধাপের খেলা ১৬ মে। বৃহস্পতিবার প্রথম ধাপে জয় পেয়েছে আবাহনী, মোহামেডান ও প্রাইম দোলেশ্বর। গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভিক্টোরিয়াকে। মোহামেডান ২ উইকেটে পারটেক্সকে এবং প্রাইম দোলেশ্বর ২৯ রানে হারায় লিজেন্ডস অব রূপগঞ্জকে। মঙ্গলবার বিকেএসপি-৪ নম্বর মাঠে শেখ জামালের প্রতিপক্ষ কলাবাগান, বিকেএসপি-৩ প্রাইম ব্যাংক-ব্রাদার্স ইউনিয়ন এবং ফতুল্লা স্টেডিয়ামে গাজী গ্রুপ-খেলাঘর ম্যাচ।

ফতুল্লা স্টেডিয়ামে একপেশে ম্যাচে প্রথমে ব্যাট করে ভিক্টোরিয়া। শিরোপাপ্রত্যাশী আবাহনী সপ্তম জয় তুলে নিতে মাত্র ১৩০ রানে গুটিয়ে দেয় ভিক্টোরিয়াকে। মতিঝিলপাড়ার দলটিকে ধসিয়ে দেন আবাহনীর ভারতীয় ক্রিকেটার মনন শর্মা ২১ রানে ৪ উইকেট নিয়ে। ভিক্টোরিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার মোহাম্মদ আরাফাত। ১৩১ রানের টার্গেটে খেলতে নেমে বর্তমান চ্যাম্পিয়নরা ২৯.১ ওভার হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয়। লিটন ৫০ রানের ইনিংস খেলেন ৩৮ বলে ৯ চারে। সাদমান ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ৬৫ বলে ৭ চার ও এক ছক্কায়। এই জয়ে ৯ ম্যাচে আবাহনী পয়েন্ট ১৪ এবং টানা নয় ম্যাচে হেরে যায় ভিক্টোরিয়া। বিকেএসপি-৩ নম্বর মাঠে প্রথমে ব্যাট পারটেক্স ৪৯.৩ ওভারে ২২৯ রান করে। সর্বোচ্চ ৪৬ রানে অপরাজিত থাকেন রাকিন আহমেদ। মোহামেডানের পক্ষে কামরুল রাব্বি নেন ৩ উইকেট। তাইজুল ও আশালাঙ্কা নেন ২টি করে উইকেট। ২৩০ রানের টার্গেটে ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা মোহামেডানকে জয়ের বন্দরে নিয়ে যান তাইজুল ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে। ৫১ বলের ম্যাচ সেরার ইনিংসটিতে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। বিকেএসপি-৪ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জকে ২৯ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। প্রথমে ব্যাট করে দোলেশ্বর ৪৯.৫ ওভারে ২৭৬ রান করে। ৬ উইকেটে ২৪৭ রান করে রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন নাঈম ইসলাম। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর