সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

শুটিংয়ে বাংলাদেশ জিতল সোনার পদক

ইসলামিক সলিডারিটি গেমস

ক্রীড়া প্রতিবেদক

শুটিংয়ে বাংলাদেশ জিতল সোনার পদক

সোনা জয়ী বাকি ও দিশা জুটি

ইসলামিক সলিডারিটি গেম আগের দিন শুটিংয়ে অল্পের জন্য সোনা হাত ছাড়া হয়ে যায় বাংলাদেশের। শনিবার আজার বাইজানের বাকুতে ইসলামিক সলিডারিটি গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতেছিলেন রাব্বি হাসান। সেই আক্ষেপ দূর হলো শুটিংয়েই। গতকাল গেমসের দ্বিতীয় দিনে বাকুতে বেজেছে ৩০ লাখ শহীদের বিনিময়ে পাওয়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত। ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা জুটি। এটি শুটিংয়ে নতুন এক ইভেন্ট। চলতি বছরে দিল্লিতে শুটিং বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে ১০ মিটার মিশ্র দল ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়। আর বাকুতেই এই সাফল্য পেল বাংলাদেশ। বাকি-দিশা জুটি ৫-১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে দিয়েছেন ইরানের খেদমতি ও নূরজিয়ান জুটিকে। প্রথম তিনটি শটে বাংলাদেশের দুই শুটার ২০.৯, ২০.৩, ১৯.৭ স্কোর করেন। পরের শটে অবশ্য ইরানি জুটি তুলে নেন ২১ পয়েন্ট। এরপর টানা দুটি শটে বাকি-দিশা জুটি ২০.৬ ও ২১.৫ পয়েন্ট পেয়ে সোনা জিতে নেন। সোনা জেতার পর বাকি বলেন, আশা ছিল আমরা ভালো কিছু করব। দেশকে সোনা উপহার দিতে পেরে খুবই ভালো লাগছে।

সর্বশেষ খবর