সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

আইপিএলে সেরা চার

ক্রীড়া ডেস্ক

আইপিএলে সেরা চার

কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০১২ সালে। সেবার তারা ফাইনালে হারিয়েছিল চেন্নাই সুপার কিংসকে। এরপর ২০১৪ সালেও জয়ী হয় শাহরুখ খানের দল। এরপর আর আইপিএল জিততে পারেনি কলকাতা। তবে বরাবরই বাংলাদেশের ক্রিকেটভক্তদের আগ্রহের দল হয়েছিল শাহরুখের দলটাই। ২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল। এরপর থেকে ৯টা আসরে মোট ছয়টা দল চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস দুইবার করে চ্যাম্পিয়ন হয়েছে। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে রাজস্থান রয়্যালস, ডেকান চার্জার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। আর একবার আইপিএলের আসর শেষের পথে। এবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছে কারা!

গতকাল ছিল আইপিএলের রাউন্ড রবিন পর্বের শেষ দিন। পুনে-পাঞ্জাব ও দিল্লি-বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শেষ হয়েছে এই পর্ব। পুনে-পাঞ্জাব ম্যাচটাই ছিল গুরুত্বপূর্ণ। দিল্লি-বেঙ্গালুরুর বিদায় আগেই নিশ্চিত হয়েছিল। গতকালের আগে শীর্ষ চারের তিনটি আসন দখল করেছিল মুম্বাই ইন্ডিয়ানস, কলকাতা ও হায়দরাবাদ। গতকাল পাঞ্জাবকে ৯ উইকেটে হারিয়ে পুনে দ্বিতীয় স্থানে থেকে শীর্ষ চার নিশ্চিত করল। শার্দুল ঠাকুর (৩ উইকেট), ক্রিস্টিয়ান (২ উইকেট), উনাডকাট (২ উইকেট) ও জাম্পার (২ উইকেট) দুর্দান্ত বোলিংয়ে পাঞ্জাব ৭৩ রানেই অলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে মাত্র ১২ ওভারে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় পুনে। ম্যাচসেরা হয়েছেন উনাডকাট। আইপিএলের চলতি আসরে ১৪ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুম্বাই ইন্ডিয়ানস। সমান ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে পুনে। ৮ জয় ও এক টাইয়ে ১৭ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ তিনে এবং ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে কলকাতা। মুম্বাই ইন্ডিয়ানস ও রাইজিং পুনে সুপারজায়ান্ট ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনাল খেলবে। ফাইনালে যাওয়ার জন্য এ ম্যাচের পরাজিত দল আরও একটা ম্যাচ খেলার সুযোগ পাবে হায়দরাবাদ-কলকাতা ম্যাচের বিজয়ী দলের সঙ্গে। এক্ষেত্রে কলকাতার সুযোগ এবার অনেকটা কমে গেছে। ফাইনাল খেলতে হলে পরের দুইটা ম্যাচ জিততেই হবে শাহরুখের দলকে।

দল         ম্যাচ   জয়   পরা.  পরি.  পয়েন্ট  রান রেট

মুম্বাই        ১৪   ১০   ৪    ০    ২০   +০.৭৮৪

পূনে         ১৪   ৯    ৫    ০    ১৮   +০.১৭৬

হায়দরাবাদ    ১৪   ৮    ৫    ১    ১৭   +০.৫৯৯

কলকাতা           ১৪   ৮    ৬    ০    ১৬   +০.৬৪১

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর