সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

হেরেও পয়েন্ট টেবিলের শীর্ষে গাজী

ক্রীড়া প্রতিবেদক

টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগের রাউন্ডে গাজী হেরেছিল লিজেন্ড অব রূপগঞ্জের কাছে। ওই হারে জমে উঠেছিল ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেট লিগ। কিন্তু গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী শেষ রাউন্ডে হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে জায়গা নেয় গাজী। গতকাল শেষ রাউন্ডে প্রাইম ব্যাংককে হারালে আবাহনীর সঙ্গে পয়েন্ট ব্যবধান হতো ৪। কিন্তু ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় দলটি। হেরে যায় প্রাইম ব্যাংকের কাছে। প্রাইম ব্যাংক ৭ উইকেটে জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে। হারলেও অবশ্য শীর্ষস্থানচ্যুত হয়নি গাজী। ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেট লিগের শেষ রাউন্ডে গতকাল কলাবাগান ৫ উইকেটে খেলাঘরকে হারিয়ে টিকে থাকল। কলাবাগানকে নিরাপদ জায়গায় ঠাঁই দিয়েছে  মোহাম্মদ আশরাফুল ও জসিম উদ্দীন। হেরে যাওয়ায় খেলাঘরকে খেলতে হবে রেলিগেশন লিগ।

ফতুল্লায় প্রথমে ব্যাট করে গাজী ২১৪ রানে অলআউট হয়। ব্যাট করতে নেমেই ৩ রানে হারায় দুই ওপেনার এনামুল হক বিজয় ও মেহেদী হাসানকে। এরপর জহুরুল ইসলাম অমি ও মুমিনুল হক ১৪৯ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। ২ উইকেটে ১৫২ রান দেখে মনে হচ্ছিল বড় স্কোর গড়বে গাজী। কিন্তু মুমিনুল ও ভারতীয় ব্যাটসম্যান পারভেজ রসুলের বিদায়ের পর বিধ্বস্ত হয়ে পড়ে দলটি। মুমিনুল সর্বোচ্চ ৭৯ রান করেন। গরমে ক্লান্ত হয়ে অবসর নেন জহুরুল। ফলে ২১৪ রানেই থেমে যেতে হয় দলটিকে। প্রাইম ব্যাংকের সফল বোলার ছিলেন পেসার নাজমুল ইসলাম ৩ উইকেট নিয়ে। ২১৫ রানের টার্গেটে খেলতে নেমে ৪৬.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় প্রাইম ব্যাংক ৩ উইকেট হারিয়ে। প্রাইমকে অষ্টম জয় উপহার দেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। প্রথম আট রাউন্ডে জয় ছিল মাত্র একটি। অথচ সেই কলাবাগান শেষ তিন রাউন্ডে টানা জয়ে নিরাপদে থাকল। গতকাল বিকেএসপিতে খেলাঘরকে ৫ উইকেটে হারায় দলটি। খেলাঘর প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২০৪ রান করে। সর্বোচ্চ ৭১ রান করেন রাফসান। কলাবাগানের সাদ নাসিম ৩ উইকেট নেন ৩৪ রানের খরচে। ২০৫ রানের টার্গেটে খেলতে নেমে জসিমউদ্দীন ও আশরাফুল উভয়েই হাফসেঞ্চুরি করেন। জোড়া হাফসেঞ্চুরিতে ২.১ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় দলটি। ম্যাচসেরা জসিমউদ্দীন করেন ৮৯ রান এবং আশরাফুল খেলেন ৫৬ রানের ইনিংস।

সর্বশেষ খবর