সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

ইউরো ফুটবলের চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক

ইউরোপিয়ান ফুটবলে মৌসুম শেষ হওয়ার পথে। এরই মধ্যে শিরোপা বুঝে পেয়েছে জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন মোনাকো এবং ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি। গত রাতে লা লিগার শিরোপা বুঝে পেয়েছে বার্সেলোনা অথবা রিয়াল মাদ্রিদও। এবারের মৌসুমটা ছিল ঘটনাবহুল। বিশেষ করে ফ্রেঞ্চ লিগ ওয়ানের জন্য। মোনাকো সর্বশেষ লিগ ওয়ান জিতেছে সেই ১৯৯৯-২০০০ মৌসুমে। এরপর নানতেজ, বরড্যাক্স, লিলি, মার্সেই ও লিঁওনের মতো দল চ্যাম্পিয়ন হয়েছে। আর ২০১২-১৩ মৌসুমের পর থেকে টানা চারবার চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। মোনাকো দীর্ঘদিন পর কেবল ফ্রেঞ্চ লিগই জিতেনি পিএসজিকে থামিয়ে দিয়েছে তারা। দীর্ঘদিন পর লিগ জেতায় উত্সবটাও দারুণভাবেই করছে মোনাকো। এখনো তাদের উচ্ছ্বাস শেষ হয়নি। এটা তাদের অষ্টম লিগ শিরোপা। ফ্রেঞ্চ লিগ ওয়ানে সর্বোচ্চ ১০টি শিরোপা জিতেছে সেন্ট এতিয়েন্ত। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে হারানো শিরোপা পুনরুদ্ধার করেছে চেলসি। গত বছর সবাইকে চমকে দিয়ে ইংলিশ লিগ জয় করেছিল লিস্টার সিটি। তবে এ বছর অন্যদের কোনো সুযোগই দেয়নি ব্লুজরা। ইংলিশ প্রিমিয়ার লিগে তারা ষষ্ঠ শিরোপা জয় করেছে। অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২০ বার শিরোপা জিতে সবার উপরে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। জার্মান বুন্দেসলিগায় দারুণ ফলাফল করেছে লিপজিগ। দলটা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। মাত্র আট বছরের মধ্যেই তারা বুন্দেসলিগায় রানার্সআপ হয়েছে। এবারই তারা প্রথমবারের মতো বুন্দেসলিগায় অংশ নিয়েছিল। প্রথমবারের মতো তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পাবে আগামী মৌসুমে। অবশ্য বুন্দেসলিগায় ধারাবাহিকতা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। তারা টানা পঞ্চমবারের মতো বুন্দেসলিগা জয় করেছে। এই নিয়ে ২৭ বার জার্মান লিগে চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ। ইতালিয়ান সিরি এ লিগে চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস।

সর্বশেষ খবর