শিরোনাম
মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

মেসির পর রোনালদো

ক্রীড়া ডেস্ক

মেসির পর রোনালদো

লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ ফুটবল ভক্তদের জন্য দারুণ একটা ব্যাপার। একে-অন্যকে ছাড়িয়ে যাওয়ার পরোক্ষ লড়াই দুজনের মধ্যে সব সময়ই থাকে। কখনো মেসি, আবার কখনো রোনালদো এই দ্বৈরথে জয়ী হন। এবার রোনালদো আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির একটা রেকর্ড স্পর্শ করলেন। স্প্যানিশ লা লিগায় আট মৌসুমে কমপক্ষে ২৫টি গোল করার রেকর্ড গড়লেন রোনালদো। এই রেকর্ড কেবল লিওনেল মেসিরই আছে। চলতি মৌসুমে গোল করার দিক দিয়ে খুব একটা উজ্জ্বল ছিলেন না রোনালদো। তবে শেষদিকে কয়েকটা ম্যাচে দুর্দান্ত খেলেছেন তিনি। দলের প্রয়োজনে গোল করেছেন। রিয়াল মাদ্রিদের লা লিগা জয়ে রোনালদোর ভূমিকাই সবচেয়ে বেশি। পর্তুগিজ এ তারকা অবশ্য গোল নিয়ে খুব একটা ভাবছেন না। তিনি লা লিগার শিরোপা জিতেই মহাখুশি। রোনালদো বলেন, ‘আমরা মৌসুমের শুরু থেকেই লা লিগা জিততে চেয়েছিলাম। অবশেষে সেটা জিততে পেরেছি। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটাই আমাদের সেরা মৌসুম।’ অবশ্য লিওনেল মেসিও রোনালদোর একটা রেকর্ড স্পর্শ করেছেন এবার। রোনালদো ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছিলেন চারবার।

মেসিও এবার নিয়ে চারবার ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন। মেসি ও রোনালদো ছাড়া কেউই ইউরোপিয়ান গোল্ডেন শু দুবারের বেশি জিততে পারেননি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর