শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরা ওপেনে জামালের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা ওপেনে জামালের রেকর্ড

প্রথম বসুন্ধরা ওপেনে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছেন জামাল হোসেন মোল্লা। সাভার গলফ কোর্সে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট পারের চেয়ে ২০ শট কম খেলেছেন। বাংলাদেশের গলফের ইতিহাসে এটি নতুন রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের। সেটিও এই সাভার গলফ ক্লাবেই। ১৯ আন্ডার পার খেলেছিলেন সিদ্দিকুর। এবার তাকেও ছাড়িয়ে গেলেন জামাল হোসেন মোল্লা।

বসুন্ধরা ওপেনে ৬ আন্ডার পার খেলে দ্বিতীয় হয়েছেন সাভারের গলফার মোয়াজ মজনু। যৌথভাবে তৃতীয় হয়েছেন দুই সহোদর দুলাল হোসেন ও মো. নাজিম। তারা ৫ আন্ডার পার খেলেছেন। সাভার গলফ ক্লাবে কোর্স রেকর্ডের মালিকও জামাল হোসেন। চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হোসাফ ওপেনের চতুর্থ রাউন্ডে ১১ আন্ডার পার খেলেছিলেন। এই টুর্নামেন্টে প্রথম দুই রাউন্ডে অনেক পিছিয়ে ছিলেন জামাল। খেলেছিলেন মাত্র তিন আন্ডার পার। তবে তৃতীয় রাউন্ডে খেলেছেন ১০ আন্ডার পার। গতকাল খেলেছেন ৭ আন্ডার পার। চার রাউন্ড মিলে ২০ আন্ডার পার খেলে সৃষ্টি করলেন নতুন ইতিহাস। ১২ লাখ টাকার প্রাইজমানির এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জামাল হোসেন পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার টাকা। গতকাল সাভার গলফ ক্লাবে কথা হয় জামালের সঙ্গে। চ্যাম্পিয়ন এই গলফার বলেন, ‘গরমের জন্য খেলাই যাচ্ছিল না। তা ছাড়া প্রথম দুই রাউন্ডে আমি অনেক পিছিয়ে ছিলাম। তবে আত্মবিশ্বাস ছিল দুই রাউন্ডে ভালো করতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। শেষ পর্যন্ত আমি পেরেছি। তাই অনেক ভালো লাগছে। তা ছাড়া সাভার গলফ কোর্স আমার প্রিয় কোর্স। এখানে খেলতে পারলে অনেক ভালো লাগে।’ গতকাল সব শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সাভার ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল আকবর হোসাইন, পিএসসি। তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ স্পন্সর করায়। আশা করি তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।’ পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের পক্ষে পুরস্কার বিরতণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ। তিনি বলেন, ‘আমরা এর আগে এশিয়ান ট্যুরের টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেছি। এই প্রথম ঘরোয়া পেশাদার টুর্নামেন্টে যুক্ত হলাম। সাভার গলফ কোর্সে এই টুর্নামেন্টে সহযোগিতা করতে পেরে খুবই ভালো লাগছে। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।’ বসুন্ধরা ওপেন আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ)।  প্রতিষ্ঠানটির সেক্রেটারি জেনারেল ব্রি. জে কামরুল ইসলাম এসপিপি বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে নতুন নতুন গলফার তৈরি হবে। পাশাপাশি অভিজ্ঞ গলফাররা আরও অভিজ্ঞ হবেন। এই টুর্নামেন্টে স্পন্সর করার জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ।’

সর্বশেষ খবর