শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা

এবার ক্রিকেটে লালকার্ড

ক্রীড়া ডেস্ক

এবার ক্রিকেটে লালকার্ড

লালকার্ড দেখে ফুটবলাররা মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন— এটা পরিচিত এক দৃশ্য। ক্রিকেটেও এখন লালকার্ড চালু করার চিন্তা-ভাবনা চলছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি ক্রিকেট কমিটি নতুন এক প্রস্তাবে আম্পায়ারদের এমন ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। আগামী অক্টোবর থেকেই হয় তো অদৃশ্য লালকার্ড দেখে মাঠ ছাড়তে হবে উগ্র মেজাজি ক্রিকেটারদের। মাঠে সর্বোচ্চ পর্যায়ে অসদাচরণের কারণে ক্রিকেটারদের বের করে দেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে আম্পায়ারদের। ইংল্যান্ডের নিচের স্তরের ক্রিকেটে এই নিয়ম ইতিমধ্যে চালু হয়েছে। তবে ফুটবলে যেমন রেফারি লালকার্ড শো করেন। ক্রিকেটে সেই রকম হবে কিনা তা চূড়ান্ত হয়নি। আম্পায়ার কাউকে বহিষ্কার করলে স্কিনে তাত্ক্ষণিকভাবে লালকার্ডের ছবি ভেসে উঠতে পারে। যাক নতুন নিয়ম তো আর হুট করে চালু করা যাবে না। এর জন্য আরও আলোচনার প্রয়োজন রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর