রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

রহমতগঞ্জ সেমিফাইনালে

রহমতগঞ্জ ৩ : ১ মুক্তিযোদ্ধা

ক্রীড়া প্রতিবেদক

গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আলোড়ন তুলেছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস। প্রথম লেগে দুর্দান্ত খেলে শিরোপার স্বপ্ন দেখাচ্ছিল সমর্থকদের। যদিও দ্বিতীয় লেগে এসে শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। তাই শিরোপা জেতা হয়নি। কিন্তু কামাল বাবুর কোচিংয়ে দুর্দান্ত ফুটবল খেলে মন জুড়িয়েছে ফুটবলপ্রেমীদের। চলতি মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপেও দারুণ খেলছে পুরনো ঢাকার দলটি। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চতুর্থ কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলের সহজ জয় তুলে নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে। ২ জুন প্রথম সেমিফাইনালে রহমতগঞ্জের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। ৩ জুন দ্বিতীয় সেমিফাইনালে শিরোপা প্রত্যাশী শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর বিপক্ষে। সেমিফাইনাল দুটি ইফতারের পর সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হবে।

প্রথম কোয়ার্টার ফাইনালে শেখ জামাল হারিয়েছিল মোহামেডানকে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীর কাছে টাইব্রেকারে হেরেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র এবং তৃতীয় কোয়ার্টারে ঢাকা আবাহনী হারায় ব্রাদার্স ইউনিয়নকে। চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে জয় পায় রহমতগঞ্জ। ম্যাচে জোড়া গোল করেন শাহরান হাওলাদার। পুরনো ঢাকার দলটির অপর গোলটি করেন ইসমাইল বাঙ্গুরা এবং মুক্তিযোদ্ধার পক্ষে একমাত্র গোলটি করেন মতিউর রহমান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই কামাল বাবুর শিষ্যরা অলআউট ফুটবল খেলে কোণঠাসা করে ফেলে মুক্তিযোদ্ধা সংসদকে।  ৩৩ মিনিটে এগিয়ে যায় কামাল বাবুর দল। রাশেদুল ইসলাম শুভর বাড়ানো বলে শাহরানের বাঁকানো শট মুক্তির গোলরক্ষক উত্তম বড়ুয়াকে পরাস্ত করে জালে ঠাঁই নেয় (১-০)। দুই মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করে ইসমাইল বাঙ্গুরা। রাশেদের বাড়ানো বল ধরে বাঙ্গুরা প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন গোল করতে। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে গোল হয় আরও ৩টি। রহমতগঞ্জ করে ২টি এবং মুক্তিযোদ্ধা ব্যবধান কমায় ১টি। ৬৩ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করেন বাঙ্গুরা(২-০)। ৬৯ মিনিটে  আলতো টোকায় গোল সংখ্যা দুইয়ে উন্নীত করেন শাহরান (৩-০)। অতিরিক্ত সময়ের চার মিনিটে গোল ব্যবধান কমান মুক্তিযোদ্ধার মতিউর (১-৩)।

সেমিফাইনাল লাইন আপ

ম্যাচ   তারিখ

চট্টগ্রাম আবাহনী-রহমতগঞ্জ    ২ জুন

শেখ জামাল-ঢাকা আবাহনী    ৩ জুন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর