বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭ ০০:০০ টা

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে বাদল

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া ব্যক্তিত্ব বাদল রায় গুরুতর অসুস্থ। সোমবার রাতে মস্তিষ্কে মৃদু রক্তক্ষরণে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। মঙ্গলবার বিকালে পাওয়া বাদলের এমআরআই রিপোর্ট ভালো না আসায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দেন। বাদল রায়কে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী বাদল রায়ের চিকিৎসার যাবতীয় খরচের জন্য দায়িত্ব দিয়েছেন বেশ কজনকে।

গতকাল বাদলের নিকটতম আত্মীয় জানান, তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। এই অবস্থায় বাদলের আত্মীয় ও বন্ধুরা তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনার অনুরোধ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্বে আছেন বাদল রায়। তবে তার মূল পরিচয় দেশ কাঁপানো ফুটবলার হিসেবেই। দীর্ঘদিন ঢাকা মোহামেডান ও জাতীয় দলে সুনামের সঙ্গে খেলেছেন।

সর্বশেষ খবর